টেলিকম বিল সংসদে গৃহীত
কলকাতা , ২১ ডিসেম্বর ২০২৩
কঠোর কেওয়াইসি বিধি সহ ব্যবহারকারীদের সুরক্ষা নিশ্চিত করাই প্রধান লক্ষ্য
জাল বা ভুল নথি দিয়ে সিম কার্ড সংগ্রহ করলে ৩ বছরের জেল / ৫ লক্ষ টাকা জরিমানা
টেলিফোন নম্বর প্রতারণায় ৩ বছরের জেল / ৫ লক্ষ টাকা জরিমানা
সিম বাক্স ইত্যাদির মতো ব্যবস্থা কাজে লাগিয়ে টেলি পরিষেবা ব্যবহার করলে ৩ বছরের জেল / ৫ লক্ষ টাকা জরিমানা
সংক্ষেপে টেলিযোগাযোগ বিল, ২০২৩
ব্যবহারকারীদের সুরক্ষায় নজর
• সন্দেহ জনক বাণিজ্যিক মেসেজ (স্প্যাম) ও কল – এর থেকে ব্যবহারকারীদের সুরক্ষিত রাখতে ডু নট ডিসটার্ব রেজিস্টার কে আইনি স্বীকৃতি
• ব্যবহারকারীদের অভাব অভিযোগ মেটাতে অনলাইন গ্রিভান্স ব্যবস্থা
• অন্যের পরিচয় ব্যবহার করে বেনামে সিম সংগ্রহ করলে শাস্তির ব্যবস্থা
রাইট অফ ওয়ে সংস্কার
• রাজ্য সরকার-এর নেতৃত্বে বিবাদ মীমাংসা ব্যবস্থা। জেলা ম্যাজিস্ট্রেট এবং জেলা জজ রাইট অফ ওয়ে সংক্রান্ত বিষয়গুলি নিস্পত্তি করবেন
• পরিকাঠামো প্রকল্পগুলির সঙ্গে টেলিযোগ নেটওয়ার্ক গড়ে তোলার জন্য কমন ডাক্ট নির্মাণের ব্যবস্থা
• ব্যক্তিগত সম্পত্তির ক্ষেত্রে নির্দিষ্ট সময়সীমার মধ্যে অনুমতি প্রদান
• ব্যক্তিগত সম্পত্তির ক্ষেত্রে মালিক এবং যিনি টেলি যোগাযোগ নেটওয়ার্ক গড়ে তুলতে চান তাদের মধ্যে সহমতের ভিত্তিতে চুক্তি
লাইসেন্স ব্যবস্থায় সংস্কার
• বর্তমানে ১০০ টি বিভিন্ন ধরণের লাইসেন্স রয়েছে।, লাইসেন্স ছাড়াও রেজিস্ট্রেশন, পারমিশন ও অথরাইজেশন সংক্রান্ত বিধিও আছে কিছু
• তিনটি ক্ষেত্রে অথরাইজেশন বিধির সরলীকরণ। টেলিযোগাযোগ পরিষেবা , এর পরিচালন এবং সম্প্রসারণ ও রেডিও যন্ত্রাংশ রাখার ক্ষেত্রে এই সরলীকরণ করা হয়েছে। ও টি টি রাখা হয়েছে এর বাইরে।
• কয়েকশো পাতার নথিপত্র কমিয়ে ছোট ও অর্থবহ করা হয়েছে
স্পেকট্রাম সংস্কার
• ১৮৮৫ সালের আইনে স্পেকট্রাম,এর কোনো উল্লেখ ছিল না। স্পেকট্রাম,এর সংজ্ঞা এই বিলে সুস্পষ্ট করা হয়েছে
• স্পেকট্রাম বন্টন হবে অকশন এর মাধ্যমে
• তিনটি উদ্দেশ্যে প্রশাসনিক উদ্যোগে এই বন্টন করা হবে
জনস্বার্থ , মেট্রো , কমিউনিটি রেডিও , সম্প্রচার ইত্যাদি
প্রশাসনিক কাজকর্ম : প্রতিরক্ষা , রেলওয়ে , পুলিশ ইত্যাদি
কারিগরি ও অর্থনৈতিক কারণে যখন অকশন করা যায়না : ব্যাকহল , স্যাটেলাইট ইত্যাদি
• ন্যাশনাল ফ্রিকোয়েন্সি অ্যালোকেশন প্ল্যান দীর্ঘমেয়াদি পরিকল্পনা গ্রহণে সহায়ক হবে
• স্পেকট্রাম এর যথাযথ ব্যবহার নিশ্চিত করতে আইনি উদ্যোগ, অব্যবহৃত স্পেকট্রাম ফিরিয়ে নেওয়ার বিধি
চারস্তরীয় বিবাদ নিষ্পত্তি ব্যবস্থা
• টেলি পরিষেবা বা নেটওয়ার্ক প্রদানকারী ও এবং গ্রাহকের মধ্যে বিভিন্ন ত্রুটি মেনে নেওয়া এবং অনিচ্ছাকৃত ভুল ঠিক করার ব্যবস্থা
• এডজুডিকেটিং অফিসার বা আপিল কমিটি এই সংক্রান্ত বিবাদ নিষ্পত্তি করবেন
• টি ডি স্যাট এ আবেদন
• টেলি পরিষেবা নেটওয়ার্ক এর সুরক্ষা সংক্রান্ত আইনি কাঠামো
• কেন্দ্রীয় সরকার টেলি যোগাযোগ পরিষেবা, নেটওয়ার্ক ইত্যাদির মান কেমন হবে সেই সংক্রান্ত বিজ্ঞপ্তি প্রকাশ করবে
• টেলি যোগাযোগ নেটওয়ার্ক এর সুরক্ষা ও সাইবার সিকিউরিটি নিশ্চিত করতে পদক্ষেপ
• জাতীয় সুরক্ষায় , যুদ্ধকালীন পরিস্থিতিতে টেলি যোগাযোগ নেটওয়ার্ক এর নিয়ন্ত্রন নিয়ে নেওয়ার মতো প্রয়োজনীয় পদ্ক্ষেপ গ্রহণ
ইন্টারসেপশন বিধি আগের মতো
ডিজিটাল ভারত নিধি
• প্রযুক্তি , টেলি পরিষেবার উন্নয়ন ও গবেষণার মতো ক্ষেত্র গুলি USOF এর আওতায় আনা।
উদ্ভাবন ও প্রযুক্তিগত উন্নয়ন
• নতুন পরিষেবা ও পণ্য পরীক্ষা করার ক্ষেত্রে একটি আইনি ব্যবস্থা গড়ে তোলা
এই বিলের আগে যে লাইসেন্স , অনুমতি , ছাড় ইত্যাদি দেওয়া হয়েছে সেগুলি বজায় থাকবে