৪৭তম আন্তর্জাতিক কলকাতা বইমেলার উদ্বোধন হতে আর মাত্র ন’দিন বাকি।
চলছে চুড়ান্ত পর্যায়ের ব্যস্ততা। আগামী ১৮ জানুয়ারি বিকেল ৪টেয় বইমেলা প্রাঙ্গণে উদ্বোধন হবে আন্তর্জাতিক কলকাতা বইমেলা ২০২৪। উদ্বোধক ও প্রধান অতিথি পশ্চিমবঙ্গের মাননীয়া মুখ্যমন্ত্রী শ্রীমতী মমতা বন্দ্যোপাধ্যায়। সম্মাননীয় অতিথি হিসেবে উপস্থিত থাকছেন ভারতের ব্রিটিশ উপ-হাইকমিশনার মিঃ অ্যালেক্স এলিস সিএমজি, ভারতে ব্রিটিশ কাউন্সিলের কান্ট্রি ডিরেক্টর ম্যাডাম অ্যালিসন ব্যারেট এমবিই, বিশিষ্ট সাহিত্যিক শ্রীমতী বাণী বসু। উপস্থিত থাকবেন মাননীয় মন্ত্রীবর্গ এবং কবি সাহিত্যিক ও গুণিজন।
এবারের আন্তর্জাতিক কলকাতা বইমেলার বিশেষ উল্লেখনীয় বিষয় –
১। লিটল ম্যাগাজিন সহ ছোট, মাঝারি ও বড় প্রকাশকদের স্টল ও টেবিল সব মিলিয়ে ১০০০।
২। সিনিয়র সিটিজেন দিবস ‘চিরতরুণ’ উদ্যাপন হবে ২৪ জানুয়ারি। লেখক, প্রকাশক ও পাঠককে নিয়ে থাকবে আলোচনা সভা।
৩। ৯টি গেট, যার প্রতিটি দিয়েই মেলায় ঢোকা ও বেরোনো যাবে। একটি গেট হচ্ছে লন্ডনের টাওয়ার ব্রিজের আদলে। একটি গেট বেথুন স্কুলের ১৭৫ বছর উপলক্ষে সেই স্কুলের আদলে। আছে বিশ্ববাংলা গেট এবং তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় ও লোরকার ১২৫তম জন্মবর্ষ উদ্যাপনে তাঁদের স্মরণে গেট।
৪। যাঁদের আমরা গত বছর হারিয়েছি, তাঁদের মধ্যে সমরেশ মজুমদার এবং এ এস বায়াটের নামে হচ্ছে বইমেলার দুটি হল। লিটল ম্যাগাজিন প্যাভিলিয়ন সন্দীপ দত্তের নামে। ছোটদের প্যাভিলিয়ন হবে ষষ্ঠীপদ চট্টোপ্যাধ্যায়ের পান্ডব গোয়েন্দাদের নিয়ে। থাকছে এইচ ডি এফ সি আর্গো প্রেস কর্নার। নীরেন্দ্রনাথ চক্রবর্তী ও সমরেশ বসুর জন্মশতবর্ষ স্মরণে তাঁদের নামে থাকছে দুটি মুক্তমঞ্চ।
৫। পরিবহণ দপ্তর দিচ্ছেন অতিরিক্ত বাস পরিষেবা। থাকছে শিয়ালদহ স্টেশন থেকে বিশেষ মেট্রো পরিষেবা। বিধাননগর পুলিশের সঙ্গে আলোচনাক্রমে অটো ভাড়া নির্ধারিত হচ্ছে।
৬। বইমেলার হেলথ্ পার্টনার পিয়ারলেস হসপিটেক্স হসপিটাল ও রিসার্চ সেন্টার লিমিটেড।
৭। সিইএসসি-র সহায়তায় থাকছে বইমেলার অ্যান্ড্রয়েড অ্যাপ।
৮। মেঘবেলা ব্রডব্যান্ড — আন্তর্জাতিক কলকাতা বইমেলার এক্সক্লুসিভ ব্রডব্যান্ড পার্টনার।
৯। বইমেলার হসপিটালিটি পার্টনার নোভোটেল হোটেল।
১০। সরাসরি ও যৌথভাবে আন্তর্জাতিক কলকাতা বইমেলায় অংশগ্রহণ করছে প্রায় ২০টি দেশ।
আমরা ধন্যবাদ জানাতে চাই সিইএসসি-কে। বিশিষ্ট ব্যক্তিদের জন্য থাকবে সুসজ্জিত সিইএসসি সেন্টার। প্রতিদিন সেখানে থাকবে লটারি এবং প্রতিদিন ১৫ জন ভাগ্যবান বিজেতা প্রত্যেকে পাবেন মেলা থেকে বই কেনার জন্য ১,০০০/- টাকার অর্থাৎ মোট ১৫০০০/- টাকার বুক গিফট কুপন।
বই কিনুন লাইব্রেরি জিতুন! এবারের মেলাতেও থাকবে বই বাম্পার লটারি! বেশ কয়েকজন ভাগ্যবান বিজেতা পাবেন ২৫,০০০/- টাকার বুক গিফট্ কুপন।
ড: রমাপ্রসাদ গোয়েঙ্কা সিইএসসি সৃষ্টি সম্মান ২০২৪ প্রদান করা হবে শ্রীমতী বাণী বসুকে।
আমরা বিশেষ ধন্যবাদ জানাতে চাই আমাদের অফিসিয়াল ব্যাঙ্কার স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া, অফিসিয়াল ইন্সুরার আই সি আই সি আই লোম্বার্ড এবং গ্রিন পার্টনার ন্যাশনাল জুট বোর্ড কে।
আন্তর্জাতিক কলকাতা বইমেলা সরাসরি ভার্চুয়ালি দেখা যাবে আমাদের সোশ্যাল মিডিয়া পেজ এবং ওয়েবসাইটের মাধ্যমে। বইমেলায় যারা আসতে পারছেন না তাঁরা ঘরে বসে দেখতে পারবেন বইমেলার অনুষ্ঠান। কলকাতা বইমেলার এক্সক্লুসিভ ডিজিটাল পার্টনার সিস্টার নিবেদিতা ইউনিভার্সিটি।
এই প্রথম বইমেলায় যাঁরা আসবেন, তাঁরা খুব সহজেই কিউ আর কোড স্ক্যান করে মেলার ডিজিটাল ম্যাপ এবং অংশগ্রহণকারীদের তালিকা পেয়ে যাবেন। মেলার সব গেটে থাকবে এই কিউ আর কোড।
বইমেলার অন্যতম আকর্ষণ কলকাতা লিটারেচার ফেস্টিভ্যাল হবে ২৬ থেকে ২৮ জানুয়ারি ২০২৪।