এক ভারত শ্রেষ্ঠ ভারত, এক একটি করে ইট গাঁথার কাহিনী হল অযোধ্যা
By PIB Kolkata
নয়াদিল্লি, ২১ জানুয়ারি,২০২৪
তুষারে ঢাকা কাশ্মীর থেকে সূর্যের আলোয় উদ্ভাসিত কন্যাকুমারী পর্যন্ত গোটা ভারতে আজ রামের ধ্বনি ছড়িয়ে পড়েছে। অযোধ্যার ঐতিহাসিক রাম মন্দিরে এখন এই ভক্তি বিশেষ মাত্রা পেতে চলেছে। এই মহিমান্বিত মন্দির আজ ভারতের ঐক্য ও ধর্ম নিষ্ঠার প্রতীক হয়ে উঠেছে। প্রধানমন্ত্রী মোদীর ‘এক ভারত শ্রেষ্ঠ ভারত’-এর বার্তা দেশের সীমান্ত এলাকায় এক বিশ্বাস ও উদারতার বার্তা ছড়িয়ে দিয়েছে। মন্দিরের ভিতরের অংশ রাজস্থানের মার্বেল দিয়ে সাজানো। মন্দিরের প্রবেশদ্বারে রয়েছে রাজস্থানের বনসি পাহাড়পুরের গোলাপী পাথর।
গুজরাট থেকে এসেছে ২,১০০ কেজি ওজনের অষ্টধাতুর ঘন্টা। সেইসঙ্গে, গুজরাটের সারা ভারত দরবার সমাজ-এর পক্ষ থেকে পাঠানো হয়েছে ৭০০ কেজি ওজনের বিশেষ রথ। ভগবান রামের মূর্তিতে ব্যবহৃত কালো পাথর এসেছে কর্নাটক থেকে। অরুণাচল প্রদেশ এবং ত্রিপুরা থেকে এসেছে বিশেষ কারুকার্যমণ্ডিত দরজা এবং হাতের নানা কাজ, যা প্রবেশদ্বারে লাগানো হয়েছে।
এছাড়া, মহারাষ্ট্র থেকে এসেছে পালিশ করা সেগুন কাঠ। রাম মন্দির শুধুমাত্র ভৌগোলিক সীমানার মধ্যেই আবদ্ধ নয়, এর সঙ্গে জড়িত হয়ে পড়েছেন দেশের প্রতিভাবান কারুশিল্পী এবং কারিগররা।
রাম মন্দির শুধুমাত্র একটি সৌধ নয়, মানুষের বিশ্বাসের শক্তির এক জীবন্ত সাক্ষ্য। এর প্রতিটি পাথর, প্রতিটি খোদাই কাজ, প্রতিটি ঘন্টা ‘এক ভারত শ্রেষ্ঠ ভারত’-এর বার্তা বহন করছে।