এই ঠান্ডাতেও বাঙালির ছুটি কাটানোর অন্যতম গন্তব্য দার্জিলিং।
Kolkata, January 23, 2024:
চলতি সপ্তাহন্তে ভ্রমণপিপাসু বাঙালি ঠান্ডা উপেক্ষা করেও ছুটি কাটাতে দার্জিলিংকেই বেছে নিয়েছেন। আগামী ২৬, ২৭ ও ২৮ শে জানুয়ারি যথাক্রমে প্রজাতন্ত্র দিবস, শনিবার ও রবিবার নিয়ে মোট তিনটি ছুটির দিন। আর এই সুযোগে ঠান্ডা উপভোগ করতে অসংখ্য মানুষ ভিড় করতে চলেছে দার্জিলিঙে। ফলত নর্থ বেঙ্গল যাওয়ার প্রত্যেকটি ট্রেনেই জেনারেল ক্লাস, স্লিপার ক্লাস, থার্ড এ সি, সেকেন্ড এসি এবং ফাস্ট এসিতে বিপুল পরিমাণ বার্থ রিজার্ভেশন এর জন্য আবেদন করা হয়েছে, স্বভাবতই ওই রুটের প্রত্যেকটি ট্রেনেই প্রচুর ওয়েটিং লিস্ট লক্ষ্য করা যাচ্ছে। যেমন ১৩১৭৩ শিয়ালদা – কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস এ আগামী ২৫ শে জানুয়ারি থেকে ১১ই ফেব্রুয়ারি ২০২৪ পর্যন্ত এবং ১৩১৭৫ কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস এ ২৪ শে জানুয়ারি থেকে ৩রা ফেব্রুয়ারি ২০২৪ পর্যন্ত সব থেকে বেশি ওয়েটিং লিস্ট টিকিটের ডিমান্ড দেখা যাচ্ছে।