বর্ষবরণ অনুষ্ঠানের মঞ্চে কলকাতার চিনা কনসাল জেনারেলকে বিদায় সংবর্ধনা জানালো চীনা কনসুলেট
হীরক মুখোপাধ্যায়
কলকাতা (২৯ জানুয়ারী ‘২৪):- কলকাতাকে বিদায় জানাতে চলেছেন গণপ্রজাতন্ত্রী চিনের কলকাতা কার্যালয়ের কনসাল জেনারেল ঝা লিউ (Zha Liyou, Consul General, People’s Republic of China in Kolkata)।
বিদায়বেলার বক্তব্যে ঝা লিইউ জানিয়েছেন, “আমি চাইব ভারতের সাথে চীনের দ্বিপাক্ষিক সম্পর্ক আরো দৃঢ় হোক।”
চিনা কনসুলেটের তরফে নববর্ষবরণ ও বিদায় সংবর্ধনায় অংশগ্রহণ করে ঝা লিইউ এই বক্তব্য পেশ করেন।
আজ ঝা লিইউ-এর সাথে সাথে চিনা কনসুলেট ঝা লিইউ-এর স্ত্রী ঝেং হুইকুন (Zheng Huiqun)-কেও বিদায় সংবর্ধনা প্রদান করে। বলে রাখা ভালো, ৫ বছর আগে এই দিনেই কার্যভার গ্রহণ করেছিলেন ঝা লিইউ।
ঝা লিইউ তাঁর বিদায় সম্ভাষণে আশা প্রকাশ করে জানিয়েছেন, “চীন-ভারত বন্ধুত্বের প্রচুর সম্ভাবনা রয়েছে, চীন-ভারত সম্পর্ক অবশেষে হতাশা থেকে বেরিয়ে আসবে এবং দুই দেশ হাতে হাত রেখে এগিয়ে যেতে পারে। এই বছরেও বিশ্বের বাতাবরণ অনিশ্চয়তায় পূর্ণ হলেও আশা করার মতো সহযোগিতার সুযোগও রয়েছে।”
ঝা লিইউ আরো বলেছেন, “আমি বিশ্বাস করি, এই বছরে চীন এবং ভারত দ্বিপাক্ষিক সম্পর্ককে স্থিতিশীল এবং উন্নত করার জন্য কঠোর পরিশ্রম চালিয়ে যাবে এবং সম্পর্ককে ট্র্যাকে ফিরিয়ে আনবে।”
সস্ত্রীক ঝা লিইউ-কে বিদায় সংবর্ধনা জানাতে ও বর্ষবরণ উৎসবে চিনা কনসুলেটের সর্বস্তরের কর্মীরা ছাড়াও ভারত সহ অন্যান্য অনেক দেশের কূটনৈতিক স্তরের ব্যক্তি, শিল্পী, ব্যবসায়ী সহ চৈনিক ছাত্রছাত্রীদের একাংশ এই অনুষ্ঠানে অংশগ্রহণ করেছিলেন।