সন্দেশখালির ডাক
~ স্বরূপ চট্টোপাধ্যায়।
চলরে চিকনা, তৈরি হয়ে মধ্যরাতে চল;
ঐ পার্টি অফিসে মিটিংএ তে চল!!
কেনরে রাতে আবার কিসের মিটিং?
ওহ, বড্ড প্রশ্ন করছিস, জানিসনা আমাদের সাথে পুলিশের সেটিং।
শুনে রাখ নিয়েছিস তোরা লক্ষ্মীর ভান্ডারের অনুদান,
এবার রাতের পর রাত দিতে হবে তার প্রতিদান।
তোকে পছন্দ হয়েছে বাদশা শাহজাহানের
তারপর বাকি পিঠের ভাগ শিবু উত্তমের॥
না অনেক হয়েছে তোদের মিটিং মধ্যরাতে,
এবার লাঠি নিতেই হবে আমাদের হাতে।
সইব না আর শাহজান উত্তমের অত্যাচার,
চাইব আমরা সকলের কাছে ন্যায়বিচার॥
করের টাকায় দিতেই পার লক্ষ্মীর ভাণ্ডার,
তাবলে কি লুঠতে পার ইজ্জত আমার??
মন্ত্রী, সান্ত্রীর কাছে আমরা গোডাউনের জিনিস,
কিন্তু মনে রেখ এই নারীশক্তিই করবে তোমাদের ফিনিশ॥
তোমায় ভোট দিয়েছি বলে,
রাতে ডাক পাঠাবে,
লক্ষ্মীর ভান্ডারের জন্যে শরীর থেকেও তোলা তুলবে?
সন্দেশখালির মা বোনেরা দিচ্ছে ডাক,
অত্যাচারিনী মমতা নিপাত যাক॥
স্বরূপ চট্টোপাধ্যায়সমাজসেবক ও মানবাধিকার কর্মী।Central Committee Member, Education Secretary & South Kolkata President of CPDR-West Bengal(Human Rights Organisation).Associates with several NGOs working in Sunderban area.
***Published under freedom of expression and content copyright with author only, views and comment are that of authors and channel neither agree nor disagree with the same.***