নদীয়া জেলার চাপরার সিকরাতে ‘আমার প্রথম ভোট দেশের জন্য’ শীর্ষক আলোচনাসভা
By PIB Kolkata
কলকাতা, ৫ মার্চ, ২০২৪
ভোটদানের মাধ্যমে এক শক্তিশালী রাষ্ট্র গঠনের বিষয়ে নতুন ভোটারদের মধ্যে সচেতনতা গড়ে তুলতে সোমবার (৪ মার্চ, ২০২৪) নদীয়া জেলার চাপরার সিকরায় ‘আমার প্রথম ভোট দেশের জন্য’ শীর্ষক এক আলোচনাসভার আয়োজন করা হয়।
অধ্যাপক সুনয়ন মুখোপাধ্যায়, অধ্যাপক রুদ্রশেখর বসু সহ বিভিন্ন বক্তা, কলেজ পড়ুয়া, বিশেষত নতুন ভোটারদের ভোট দেওয়ার জন্য উৎসাহিত করেন। তাঁরা বলেন, শক্তিশালী সরকার গড়ার ক্ষেত্রে প্রতিটি ভোটই মূল্যবান। শক্তিশালী সরকার দেশের সার্বিক উন্নয়নে সহায়ক হয়। তাই নতুন ভোটারদের উচিত তাঁদের ভোটাধিকার প্রয়োগ করা।
আলোচনাসভায় উপস্থিত নতুন ভোটাররাও জীবনে প্রথমবার ভোট দেওয়া নিয়ে তাঁদের উৎসাহ উদ্দীপনার কথা জানান। তাঁরা বলেন, দেশে সুশাসনের জন্য প্রতিটি ভোটই মূল্যবান। তাই এবার যাঁদের নাম প্রথমবারের জন্য ভোটার তালিকায় উঠেছে, তাঁদের উচিত উৎসাহের সঙ্গে ভোট দিতে এগিয়ে আসা। এটি তাঁদের অধিকার এবং মৌলিক কর্তব্য।
প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী প্রথমবারের ভোটারদের নিয়ে ‘আমার প্রথম ভোট দেশের জন্য’ শীর্ষক প্রচারাভিযানের বার্তা সর্বস্তরে ছড়িয়ে দিতে দেশের প্রতিটি নাগরিকের প্রতি আহ্বান জানিয়েছেন। তথ্য ও সম্প্রচার এবং ক্রীড়া ও যুবকল্যাণ মন্ত্রী শ্রী অনুরাগ ঠাকুর প্রধানমন্ত্রীর বার্তা শেয়ার করেছেন। অন্য সবাইকেও এই বার্তা শেয়ার করার অনুরোধ জানিয়েছেন তিনি। প্রধানমন্ত্রী বলেছেন, আমাদের নির্বাচনী প্রক্রিয়াকে আরও অংশগ্রহণমূলক করে তোলা দরকার। সেজন্য #আমার প্রথম ভোট দেশের জন্য প্রচারাভিযানের বার্তা সর্বস্তরের মানুষের কাছে পৌঁছে দিতে হবে।