পূর্ব ভারতের মধ্যে প্রথম স্লিপ ল্যাবরেটরির উন্মোচন করল সিএমআরআই
কোলকাতা (১৫ মার্চ ‘২৪):- পূর্ব ভারতের মধ্যে আনুষ্ঠানিকভাবে প্রথম স্লিপ ল্যাবরেটরির উন্মোচন করল ‘ক্যালকাটা মেডিক্যাল রিসার্চ ইনস্টিটিউট’ ওরফে ‘সিএমআরআই’।
‘বিশ্ব নিদ্রা দিবস’ উপলক্ষ্যে আজ হাসপাতালের সভাঘরে এক আলোচনা চক্রের আগে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনের মাধ্যমে ‘সিএমআরআই’ তরফ থেকে এই তথ্য প্রদান করা হয়।
সাংবাদিকদের সাথে কথা বলতে গিয়ে হাসপাতালের চিকিৎসক মহল জানিয়েছে, “এই মুহূর্তে বিশ্ববাসীর একটা বৃহত্তম অংশ বিভিন্ন কারণে নিদ্রাহীনতায় ভুগছেন। এদের মধ্যে যেমন রয়েছে ‘স্লিপ ডিসর্ডার ব্রিদিং’ (SDB), তেমনই রয়েছে ‘অবস্ট্রাকটিভ স্লিপ এপনোইয়া’ (OSA)”।
মানুষ কেন নিদ্রাহীনতার শিকার হন, কী ব্যাবস্থা গ্রহণ করলে নিদ্রাহীন ব্যক্তি যেমন ঘুমাতে পারবেন বা স্বাভাবিক জীবনে ফিরতে পারবেন সেই বিষয়ের উপরেই আজকের সভায় আলোকপাত করা হয়।
আলোচনায় অংশগ্রহণ করে হাসপাতালের পালমোনোলজি বিভাগের বিভাগীয় প্রধান ডাঃ রাজা ধর বলেছেন, “নিদ্রাহীনতা একদিকে যেমন মানুষকে দুর্বল করে দেয়, তেমনই তার বিপাকীয় ক্ষমতাকে প্রভাবিত করার পাশাপাশি হৃদযন্ত্রের উপরেও ঋণাত্মক প্রভাব ফেলে। তাই নিদ্রাহীনতার মতো বিষয়কে মোটেও হেলাফেলা করা উচিত নয়।”
আলোচনা শুরু হওয়ার আগে হাসপাতালের পালমোলজি বিভাগের পরামর্শদাতা ডাঃ অরূপ হালদার তাঁর বক্তব্যে জানিয়েছেন, “পূর্ব ভারতে প্রথম ‘স্লিপ ল্যাবরেটরি’-র কাজ শুরু করল ‘সিএমআরআই’। এই বিভাগে বিভিন্ন যন্ত্রের সহায়তায় নিদ্রাহীনতার শিকার পুরুষ মহিলাদের উপযুক্ত চিকিৎসা প্রদান করা সম্ভব হবে।”
অনুষ্ঠানে ভাগ নিয়ে ‘সিএমআরআই’-এর প্রশাসনিক প্রধান সোমব্রত রায় সংবাদমাধ্যমকে জানিয়েছেন, “আধুনিক চিকিৎসা পদ্ধতিতে শিক্ষিত প্রথম শ্রেণীর চিকিৎসকগণের সহায়তায় এখানে নিদ্রাহীনতার শিকার ব্যক্তিদের চিকিৎসা করা হবে।”