ময়দান মেট্রো স্টেশন সম্পূর্ণ স্বাভাবিক
কলকাতা, ২৪ জুলাই,২০২৪:-
কিছু সংবাদপত্র ও সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে বিগত দু’দিন ধরে একটি সংবাদ প্রকাশিত হচ্ছে যে ময়দান মেট্রো স্টেশন বাইরে থেকে জল ঢোকার কারণে ভেসে যাচ্ছে এবং নিত্যযাত্রীরা এর ফলে সমস্যায় পড়ছেন। এটি একটি সম্পূর্ণ মিথ্যা ও দূরভিসন্ধিমূলক সংবাদ।
কলকাতা মেট্রোর ব্লু লাইনের অন্যতম গুরুত্বপূর্ণ ময়দান মেট্রো স্টেশন সম্পূর্ণ স্বাভাবিক রয়েছে। এই স্টেশন অন্যান্য সময়ের মতো এখনও নিত্যযাত্রীদের পক্ষে সমান স্বাচ্ছন্দ্যপূর্ণ, নিরাপদ ও সুরক্ষিত। এই স্টেশনের ডি ওয়ালে কোনো সমস্যা নেই। নিত্যযাত্রীদের যাতায়াতের ক্ষেত্রেও নেই কোনও সমস্যা। প্ল্যাটফর্ম বা টিকিট কাউন্টার জলপ্লাবিত হওয়ার বা স্টেশনে ঢোকার সময় মেট্রো রেকের স্নান করার খবর অতিরঞ্জিত এবং সম্পূর্ণ কাল্পনিক। মেট্রো কর্তৃপক্ষ সমস্ত স্টেশনের রক্ষণাবেক্ষণ নিয়মিত ও সমান যত্ন নিয়ে করে থাকেন। কোথাও কোনও ত্রুটি দেখা গেলে যাত্রী স্বাচ্ছন্দ্য ও নিরাপত্তার স্বার্থে তা অতি দ্রুত মেরামত করা হয়।
সমস্ত মেট্রো যাত্রীদের এই মিথ্যা সংবাদ সম্বন্ধে সচেতন থাকতে ও বিভ্রান্ত না হতে অনুরোধ করা হচ্ছে।
Information Provided By: কৌশিক মিত্র, মুখ্য জনসংযোগ আধিকারিক