ER/Press Release: 2024/07/124
১৩১০৯/১৩১০৭ কলকাতা-ঢাকা-কলকাতা মৈত্রী এক্সপ্রেসে বাতিল
কলকাতা, ২৪ জুলাই, ২০২৪:
বাংলাদেশ থেকে প্রাপ্ত বার্তার অনুযায়ী, ১৩১০৯ কলকাতা – ঢাকা মৈত্রী এক্সপ্রেস কলকাতা থেকে ২৬.০৭.২০২৪ তারিখে ছাড়ার কথা ছিল এবং ১৩১০৭ ঢাকা – কলকাতা মৈত্রী এক্সপ্রেস ২৬.০৭.২০২৪ তারিখে কলকাতাতে পৌঁছানোর কথা ছিল, সেটি বাতিল থাকবে।
নিম্নোক্ত শর্তাবলী সাপেক্ষে বাতিল ট্রেনের ভাড়ার সম্পূর্ণ অর্থ ফেরত দেওয়া হবে:
১. কলকাতা শহরের সংশ্লিষ্ট টিকিট কাউন্টার থেকে কেনা টিকিটের সম্পূর্ণ অর্থ ফেরত শুধুমাত্র কলকাতার বিশেষ টিকিট কাউন্টার গুলিতেই প্রদান করা হবে।
২. হারানো/মিসপ্লেসড টিকিটের কোনো ফেরত দেওয়া হবে না।
৩. বিদেশি পর্যটকদের কাউন্টারে পিআরএসের কার্যক্রমের সময়ের মধ্যেই টিকিটের সম্পূর্ণ অর্থ ফেরত দেওয়া হবে। টিডিআর ইস্যু করা হবে না।
যাত্রীদের অসুবিধার জন্য গভীরভাবে দুঃখিত।
About Post Author
Editor Desk
Please enter a description
Please enter a price
Please enter an Invoice ID