গাজী সাহেব-এর সান্ডাল মেলা উপলক্ষে শিয়ালদহ এবং ঘুটিয়ারী শরিফ-এর মধ্যে ইএমইউ স্পেশাল ট্রেন
Kolkata, 01 August, 2024
প্রতি বছরের ন্যায় এ বছরও সোনারপুর – ক্যানিং শাখায় ঘুটিয়ারী শরিফ স্টেশনের কাছে ০২/০৩.০৮.২০২৪ তারিখের মধ্যবর্তী রাত্রিতে ‘গাজী সাহেব-এর সান্ডাল মেলা’-র ধর্মীয় উৎসব অনুষ্ঠিত হবে যেখানে প্রচুর সংখ্যক মানুষ একত্ৰিত হবেন । প্রতিটা ধর্মীয় অনুষ্ঠানেই যাত্রী পরিসেবা ও সুরক্ষা পর্ব রেলের একমাত্র লক্ষ। তাই এই উৎসব উপলক্ষে প্রচুর মানুষের সমাগম হবে বলে পূর্ব রেল শিয়ালদহ এবং ঘুটিয়ারী শরিফ-এর মধ্যে ইএমইউ স্পেশাল ট্রেন চালানোর ব্যবস্থা নিয়েছে যাতে যাত্রীদের যাতায়াতে কোনও অসুবিধা না হয়।
ইএমইউ স্পেশাল ট্রেনটির সূচি নিম্নরূপ:
• ০২.০৮.২০২৪ তারিখ রাত ২৩.৪০ এ শিয়ালদহ থেকে ছেড়ে ০৩.০৮.২৪ তারিখ ০০.৩৫ এ ঘুটিয়ারী শরিফ পৌঁছবে।
• ০৩.০৮.২৪ তারিখ ভোররাত ০৩.৫০ এ ঘুটিয়ারী শরিফ থেকে ছেড়ে ০৪.৫০ এ শিয়ালদহে পৌঁছবে।
যাত্রীদের সুবিধার্থে স্পেশাল ট্রেনটি উভয় অভিমুখে নিউ গড়িয়া বাদে সবকটি স্টেশনগুলোতেই থামবে ।
পূর্ব রেল যাত্রীদের সহায়তা করার জন্য প্রতিশ্রুতিবদ্ধ এবং সকল যাত্রীদের সুরক্ষা ও সেবার জন্য সদা সচেষ্ট। গাজী সাহেব-এর সান্ডাল মেলা উপলক্ষে এই বিশেষ ট্রেন যাত্রার সুবিধার্থে পূর্ব রেলের পক্ষ থেকে বিশেষ প্রস্তুতি গ্রহণ করা হয়েছে যাতে যাত্রীরা কোনও অসুবিধার সম্মুখীন না হন।