বিএসএফ মুর্শিদাবাদ সীমান্ত এলাকায় বড় ধরনের পদক্ষেপ নিয়েছে, ফেনসিডিলের ১৫২৭বোতল আটক করেছে, ৫ বাংলাদেশী পাচারকারীকে গ্রেপ্তার করেছে।
উত্তর ২৪ পরগনা/মুর্শিদাবাদ, ১৯আগস্ট ২০২৪, বিএসএফ দক্ষিণবঙ্গ সীমান্তের সজাগ জওয়ানরা পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ জেলায় ভারত-বাংলাদেশ সীমান্তে পরিচালিত মাদকবিরোধী অভিযানে দুর্দান্ত সাফল্য অর্জন করেছে এবং ১৫২৭টি ফেনসিডিলের একটি বড় চালান আটক করেছে। ১৮ আগস্ট ভোরে বিএসএফ বহরমপুর সেক্টর সদর দফতরের অধীন ১৪৬ ব্যাটালিয়নের সীমান্ত ফাঁড়ি মেঘনায় পরিচালিত বিশেষ অভিযানে এই চোরাকারবারিরা অবৈধভাবে ভারতে প্রবেশ করলে ফেনসিডিলের বিশাল চালানসহ ৫ বাংলাদেশী পাচারকারীকে আটক করা হয়। জব্দকৃত ফেনসিডিলের আনুমানিক মূল্য ৩,১৩,৭৮৬/- টাকা।
তথ্য অনুযায়ী, দ্বিতীয় শিফটের সময় মেঘনা বর্ডার ফাঁড়ির ১৪৬ ব্যাটালিয়নের জওয়ানরা কাঁটাতারের বেড়ার কাছে ভারতীয় দিক থেকে ৬ থেকে ৭ জন এবং বাংলাদেশ দিক থেকে প্রায় একই সংখ্যক চোরাকারবারীকে আসতে দেখেন। কর্তব্যরত জওয়ান তৎক্ষণাৎ চোরাকারবারীদের দিকে ছুটে যান এবং লক্ষ্য করেন ০৬-০৭চোরাকারবারিরা ভারতীয় দিক থেকে বাংলাদেশের দিকে ছোট বস্তা নিক্ষেপ করছে। জওয়ান অবিলম্বে কাঁটাতারের বেড়ার সামনে কর্তব্যরত অন্যান্য টহল দলকে অবহিত করে এবং তারা অবিলম্বে এলাকাটি ঘিরে ফেলে কিন্তু এর মধ্যেই চোরাকারবারীরা ভারতীয় দিক থেকে ০৫ রাউন্ড গুলি চালায়। টহল দল পাল্টা পাল্টা গুলি চালায় এবং চোরাকারবারিদের দিকে পাল্টা গুলি চালালে ভারতীয় পাচারকারীরা ভয় পেয়ে পিছু হটে এবং কাঁটাতারের সামনে টহল দল সব বাংলাদেশী চোরাকারবারীকে চারদিক থেকে ঘিরে ফেলে এবং ০৫ বাংলাদেশী চোরাকারবারীকে ধরতে সফল হয়। এরপর কিউআরটিও ঘটনাস্থলে পৌঁছে আশেপাশের এলাকায় তল্লাশি চালিয়ে ২০ ব্যাগ ফেনসিডিল উদ্ধার করে। আটককৃত সকল পাচারকারী এবং জব্দকৃত ফেনসিডিল পরবর্তী ব্যবস্থা গ্রহণের জন্য বিওপি মেঘনায় আনা হয়েছে।
গ্রেফতারকৃত চোরাকারবারীরা হলেন- বাংলাদেশের দৌলতপুর উপজেলার পাকুরিয়া গ্রামের জেরু মওলা (৩৮) মোঃ রাব্বি (২৮), রাকিবুল ইসলাম (৩৫), বিপ্লব হোসেন (১৯), এবং জামালপুর গ্রামের রুহান আলী(২৩)। জিজ্ঞাসাবাদে চোরাকারবারীরা জানায় যে তারা ফেনসিডিলের চালান পেতে অবৈধভাবে ভারতে প্রবেশ করেছিল এবং ফেনসিডিলের চালান পাওয়ার সময় বিএসএফ তাদের ফেনসিডিলসহ আটক করে। এই কাজ শেষ হলে তারা প্রত্যেকে ৮০০ বাংলাদেশি টাকা পেত।
এ ছাড়া একই দিনে অন্যান্য ঘটনায় ৮৬ ব্যাটালিয়নের বর্ডার ফাঁড়ি বিজয়মঠ ও সীমান্ত ফাঁড়ি কাকমারিচর, ৭৩তম ব্যাটালিয়নের বামনাবাদ এবং ৫ম ব্যাটালিয়নের বর্ডার ফাঁড়ি আংরাইলের জওয়ানরা মোট ১০৪৩ বোতল ফেনসিডিল জব্দ করে।
গ্রেফতারকৃত চোরাকারবারী ও জব্দকৃত মালামাল পরবর্তী ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।
দক্ষিণবঙ্গ সীমান্তের জনসংযোগ কর্মকর্তা শ্রী এ.কে. আর্য, ডিআইজি বলেন, ভারত-বাংলাদেশ সীমান্তে চোরাচালান বন্ধে বিএসএফ কঠোর ব্যবস্থা নিচ্ছে। এ কারণে এ ধরনের অপরাধের সঙ্গে জড়িতদের চরম ভোগান্তিতে পড়তে হয়। ওই কর্মকর্তা আরও বলেন, আমরা কোনো অবস্থাতেই আমাদের এলাকা থেকে চোরাচালান হতে দেব না।