আজ ৫ই সেপ্টেম্বরঃ “জাতীয় শিক্ষক দিবস” (Teachers’ Day, India) এবং থিম-২০২৪ হলোঃ “Empowering Educators for a Sustainable Future.” ডঃ সর্বপল্লী রাধাকৃষ্ণাণের জন্মদিনটিকে ‘শিক্ষক দিবস’ হিসাবে পালন করা হয়। সকল শিক্ষক-শিক্ষিকা, শিক্ষাকর্মী এবং শিক্ষার সঙ্গে যুক্ত সকলকে জানাই “শিক্ষক দিবস” এর আন্তরিক ভালোবাসা ও শুভেচ্ছা l
এই উপলক্ষে উত্তর কলকাতা শহরতলীর দমদম মতিঝিলের কৃষ্ণ কুমার হিন্দু একাডেমি স্কুলের প্রাক্তনী ও বর্তমান ছাত্র শিক্ষক সকলের উৎসাহে শুরু হলো শিক্ষক দিবস। ওপর শিক্ষক দের সাথে ছাত্র দের পুনর্মিলন অনুষ্ঠান।
এই অনুষ্ঠানে উপস্থিত থাকবেন প্রাক্তন ও বর্তমান শিক্ষক বৃন্দ। উপস্থিত থাকবেন , দেশ বিদেশের ছাত্ররা, কেউ কেউ থাকছে শরীরে কেউ কেউ সমাজ মাধ্যমের লাইভ অনুষ্ঠানে যোগ দিয়ে।
এই পুনর্মিলন অনুষ্ঠান প্রথমবার আয়োজিত হচ্ছে এবং স্বল্প সময়ের সিদ্ধান্তে গৃহীত হয় প্রতিবার এই অনুষ্ঠান আয়োজন হবে।
সুদূর প্রবাস থেকে সকল ছাত্ররা নস্টালজিক হয়ে পড়েছেন নিজে দের শৈশবের স্মৃতি কে আবার প্রাঞ্জল হতে দেখে।
ছাত্র দের সকলের তরফ থেকে শিক্ষক দের প্রণাম ও বিনম্র শ্রদ্ধায় স্মৃতি চারণ হলো সেই সব শিক্ষকদের যাঁরা আজ প্রকৃতির নিয়মে পরলোকে।
যে সকল শিক্ষকরা উপস্থিত থাকবেন বলে কথা দিয়েছেন সেটাই সকলের পরম প্রাপ্তি।
সকল শিক্ষকদের সুস্থ্য ও সর্বাঙ্গীন কুশল প্রার্থনা জানিয়ে মেট্রো রেলের চিফ ইঞ্জিনিয়ার সিগন্যাল ১৯৮৯ মাধ্যমিক ব্যাচের প্রাক্তনী ফার্স্ট বয় নীলাভ্র সেনগুপ্ত জানালেন , “রেল মন্ত্রকের জরুরি কাজে দিল্লি যাওয়াতে তিনি সশরীরে থাকতে পারছেন না, কিন্তু মন চাইছে এখনো উড়ে যাই স্কুলে আবার মাস্টার মশাই দের প্রণাম করি আশীর্বাদ চাই। এই অনুষ্ঠানে আমন্ত্রণ পেয়ে আমি আপ্লুত।”
সাংবাদিক সঞ্জয় ভঞ্জ জানালেন,” আজকের দিনে যে সব মাস্টার মশাই দের হারিয়েছি তাঁদের কথা মনে পড়লে , চোখে জল চলে আসে। “
অনুষ্ঠানের বিশদ রিপোর্ট দিনের শেষে সঞ্জয় ভঞ্জ জানাবেন বলে কথা দিলে।
facebook link:
https://www.facebook.com/ddkkhaaaofficial?mibextid=ZbWKwL