রাষ্ট্রীয় শিক্ষক সম্মাননা লাভ করলেন অধ্যাপক শেখ মকবুল ইসলাম
সংবাদদাতা: শ্রী জগন্নাথ বিষয়ে উচ্চতর গবেষণার জন্য ‘রাষ্ট্রীয় শিক্ষক সম্মাননা’ লাভ করলেন কলকাতার সেন্ট পলস ক্যাথিড্রাল মিশন কলেজের অধ্যাপক শেখ মকবুল ইসলাম। বিগত ৩৩ বছর ধরে তিনি জগন্নাথ চেতনা ও লোকসংস্কৃতির গবেষণা করছেন। তাঁর লিখিত ও সম্পাদিত গ্রন্থের সংখ্যা ৬৫, তার মধ্যে ১৪ টি জগন্নাথ বিষয়ক। সেন্ট পলস ক্যাথিড্রাল মিশন কলেজের,
‘শ্রী জগন্নাথ রিসার্চ সেন্টার’ থেকে জগন্নাথ বিষয়ক দুটি ইউজিসি মেজর রিসার্চ প্রোজেক্ট সম্পন্ন করেছেন। পশ্চিমবঙ্গ, বাংলাদেশ, নেপাল, আন্দামান, আসাম, ত্রিপুরা, মণিপুর, মেঘালয় ইত্যাদি স্থানে জগন্নাথ গবেষণা সম্পন্ন করে এখন দক্ষিণ এশিয়া এবং দক্ষিণ পূর্ব এশিয়ার জগন্নাথ নিয়ে ব্যক্তিগত উদ্যোগে কাজ করছেন। তিনি মন্তব্য করেন: “বাংলার বিদ্যাব্যবস্থায় জগন্নাথ সাহিত্য ও জগন্নাথ গবেষণা উপেক্ষিত হয়ে আছে। এই দিক নজর দেওয়া দরকার”।
About Post Author
Editor Desk
Please enter a description
Please enter a price
Please enter an Invoice ID