এআবেও প্রতিবাদ করা যায়। এক অভাগা মায়ের কণ্ঠ থামিয়ে দিয়ে ভেবে ছিল আগুন নিভে যাবে। আজ লঙ্কা দাহন হয়ে সকল সীতার অপমানের বদল নেবে বাংলা থা ভারত, তথা বিশ্ব, ৮ সেপ্টেম্বর ১০০ বেশি শহরে উতবে প্রতিবাদ তিলোত্তমা জন্য ।
নিষ্কর্মা প্রশাসক ও তার তাবেদার দের বিচার হোক দ্রুত।
নিশ্চিত পথ
ড পলাশ বন্দ্যোপাধ্যায়
০৭.০৯.২০২৪
যেভাবে প্রতিবাদ চলছে,
এসবের সাথে সাথে
যারা প্রতিদিন
মিছিলে যেতে পারে না
গলার জোর আর
শরীরে ক্ষমতা
কমে এসেছে বলে,
তাদের মধ্যে
প্রতিদিন একটু একটু করে
এই নীরব অনুশীলন শুরু হোক।
বিভিন্ন পেশার
যেসব উচ্ছন্নজীবি
সততার মন্ত্রগুপ্তির শপথ নিয়ে
সমাজটাকে
নরক করে দিচ্ছে রোজ,
তাদের চিনে নিয়ে
যেন পুরোপুরি
একঘরে করে দেওয়া যায় একদিন।
এটুকু করার জন্য
প্রভাবশালী হয়ে
সুযোগ নেবার
অভ্যাস ছাড়তে হবে।
অভ্যাস করতে হবে
নিজের পরিষেবা পেতে
লাইনে দাঁড়ানোর।
পুন: রেনেসাঁসের সাক্ষী হতে
কঠিন হলেও
এই পথ নিশ্চিত পথ।
বিদগ্ধ কবি, সাহিত্যিক ও সমাজ সেবক পলাশ বন্দ্যোপাধ্যায় পেশায় শিশু চিকিৎসক এবং তাঁর প্রতিবাদের এই লেখা তার ফেসবুক পেজ থেকে নেয়া। অনুজের এই লেখা নিয়ে ছাপিয়ে দেয়া আজ বিশ বছরের চলে আসা অপরাধ এবং প্রতিবারই পিতৃ স্নেহে ক্ষমা পেয়ে থাকি। তবে আজকের এই কবিতা সময়ের দলিল। ছড়িয়ে দিন সমাজে আজকের দিনে পৃথিবী জুড়ে হোক প্রতিবাদ ৮ই সেপ্টেম্বর তিলোত্তমার অপরাধীদের বিচার চাই আমরা।