লিমেরিক লাভার্স পাবলিশার্স
বইপ্রকাশ অনুষ্ঠান
অবণীন্দ্র সভাঘর
২২শে সেপ্টেম্বর: দুপুর ১২টা থেকে
বই:পিতামহ ভীষ্ম
লেখক:বিশ্বরূপ বন্দ্যোপাধ্যায়
প্রচ্ছদ: মৌপিয়া বিশ্বাস
প্রিন্টিং: রঙমিলান্তি
ভীষ্ম হলেন পূরাণের সনাতনী হিন্দু মহাকাব্য মহাভারতের এক অতি গুরুত্বপূর্ণ ও কেন্দ্রীয় চরিত্র। তিনি দেবী গঙ্গার গর্ভে রাজা শান্তনুর অষ্টম ও একমাত্র জীবিত সন্তান। সম্পর্কে তিনি মহাভারতের আর এক গুরুত্বপুর্ন চরিত্র বিচিত্রবীর্যের বৈমাত্রেয় ভাই, যিনি আবার কৌরবকুলপিতা ধৃতরাষ্ট্র ও পাণ্ডবকুলপিতা পাণ্ডুর পিতৃ স্থানীয় ব্যক্তি ।
সেই কারণে তিনি পাণ্ডব ও কৌরব উভয়পক্ষেরই পিতামহ। তাই তিনি পিতামহ ভীষ্ম নামে প্রসিদ্ধ।তাঁর চিরকুমার থাকার ভয়ানক প্রতিজ্ঞার জন্য তিনি ভীষ্ম নামেও সমধিক প্রসিদ্ধ ছিলেন। মহাকাব্য মহাভারতের এই মহান ও প্রসিদ্ধ যোদ্ধা, কুরুক্ষেত্রের যুদ্ধের প্রথম দশদিন সেনাধিপতি হিসেবে কৌরবদের পক্ষ নিয়ে পাণ্ডবদের বিরুদ্ধে যুদ্ধ করেছিলেন। তাঁর শৌর্য, ধীশক্তি এবং অপার স্নেহের কারণে তিনি কৌরব ও পাণ্ডব উভয়পক্ষের কাছেই অত্যন্ত শ্রদ্ধার পাত্র ছিলেন।
তাঁর ছিল ইচ্ছামৃত্যু বর, এবং সে কারণে দশদিন কুরুক্ষেত্রের যুদ্ধের পর স্বেচ্ছায় শরশয্যা বরণ করেও তিনি শুভ মাঘ মাসের শুক্ল পক্ষে সূর্যের উত্তরায়ণে আগমন পর্যন্ত অপেক্ষা করে মৃত্যুবরণ করেছিলেন । তাঁরই জানা ও অজানা আখ্যান নিয়ে লেখকের বাংলা ভাষার সহজসরল নাতিদীর্ঘ বই, পিতামহ ভীষ্ম।
বই প্রকাশ অনুষ্ঠানের খবর পেয়ে IBG NEWS থেকে জানান হলো:
“এই বইটি নিঃসন্দেহে মহাভারতের যুগ পুরুষ পিতামহ ভীষ্ম কে এক প্রামান্য তথ্যের আলোকে নতুন ভাবে চেনাবে। ভারতের মূল সংস্কৃতির প্রতিজ্ঞা নিষ্ঠ পুরুষকারের বড় অভাব, আসা করি এই বই , নতুন প্রজন্মের মুষ্টিবদ্ধ হাতে দেশের জন্য লড়াইয়ের শক্তি জোগাবে। লেখক আমার অগ্রজ ড. পলাশ বন্দ্যোপাধ্যায় মহাশয়ের পিতা, এবং দুজনেই আমার নমস্য, কলকাতার বাইরে থাকার জন্য সশরীরে হয়তো থাকতে পারছি না, কিন্তু বইটির পাঠক সমাদর ও সাফল্য কামনা করি।” ~ সুমন মুন্সী, মুখ্য সম্পাদক IBG NEWS