চা শিল্পে শ্রমিক- কর্মচারীদের ১৬% বোনাস হল।
শিলিগুড়ি ও কলকাতা :
৫ দিন চায়ের মিটিংয়ের পর গতকাল ১৯ সেপ্টেম্বর’২৪ রাত ১১টায় চা শিল্পের মালিক পক্ষ তরাই-ডুয়ার্সে বাগানগুলিতে ১৬% বোনাস মেনে নিতে বাধ্য হল।
মালিক পক্ষ চা শিল্পের সামগ্রিক সংকট ও উৎপাদনের কম অজুহাত দেখিয়ে এবার ১০% এর বেশী বোনাস দিতে অপারগ এই প্রস্তাব দিয়ে শুরু করেছিল ৫ সেপ্টেম্বর শিলিগুড়িতে অনলাইন দ্বিপাক্ষিক বৈঠকে। চা শ্রমিকদের ইউনিয়নগুলির যুক্ত মঞ্চ জয়েন্ট ফোরাম অফ টি ওয়ার্কার্স তা প্রত্যাখ্যান করে। দ্বিতীয় দফায় ৯-১০ সেপ্টেম্বর ২ দিন ধরে কলকাতায় বৈঠক হয়। মালিক পক্ষ ১০% বেশী বোনাস দিতে রাজী হয় না। সমস্ত ইউনিয়ন মালিক পক্ষের মঞ্চ সি সি পি এ( কনসালটেটিভ কমিটি অফ প্ল্যানটার্স এসোসিয়েশন) এর প্রস্তাবের তীব্র বিরোধিতা চালিয়ে যায়।গত ১৮-১৯ সেপ্টেম্বর বেঙ্গল চেম্বার অফ কমার্সে ২ দিন টানা বৈঠকের পর গতকাল ১৯ সেপ্টেম্বর রাত ১১ টায় মালিকপক্ষ ইউনিয়নগুলির অনমনীয় মনোভাবের কাছে নতি স্বীকার করে ১৬% বোনাস দিতে রাজী হয়। জয়েন্ট ফোরামের সমস্ত ইউনিয়ন সারাদিন দর কষাকষি করে ২৩-২৪ সালের আর্থিক বছরে ১৬% বোনাস নিয়ে যেতে বাধ্য করে। চা শিল্পের মালিকপক্ষ মেনে নিতে বাধ্য হয়।
আমরা জয়েন্ট ফোরামের অন্যতম শরীক হিসাবে
এ আই সি সি টি ইউ র অন্তর্ভুক্ত তরাই সংগ্রামী চা শ্রমিক ইউনিয়নের পক্ষ থেকে স্বাক্ষর করা হয়।
একথা এক প্রেস বিজ্ঞ্তিতে জানালেন, বাসুদেব বসু
সাধারণ সম্পাদক,এ আই সি সি টি ইউ,পশ্চিমবঙ্গ রাজ্য কমিটি।