বিএসএফ চোরাচালানের প্রচেষ্টা ব্যর্থ করেছে, ভারত-বাংলাদেশ সীমান্তে বিপুল পরিমাণ ফেনসিডিল, মদ, তালা এবং মলম জব্দ করেছে, তিন চোরাকারবারীকেও গ্রেপ্তার করেছে।
জেলা উত্তর ২৪ পরগণা, মালদা, ২৩ সেপ্টেম্বর 2024
পশ্চিমবঙ্গের উত্তর ২৪ পরগণা এবং মালদা জেলার সীমান্ত এলাকায়, বিএসএফ দক্ষিণবঙ্গ সীমান্তের সজাগ জওয়ানরা ভারত-বাংলাদেশ সীমান্তে চোরাকারবারিদের বিরুদ্ধে ব্যবস্থা নেয় এবং ১৯৬ টি তালা এবং ৫০০ পিস ক্লপ-জি মলম সহ ৩ জন চোরাকারবারীকে গ্রেপ্তার করে। অপর একটি ঘটনায় জব্দ করা হয়েছে ২০৭১ বোতল নিষিদ্ধ ফেনসিডিল, ৯৬ বোতল দেশি মদ। চোরাকারবারীরা যখন এসব পণ্য ভারত থেকে বাংলাদেশে পাচারের চেষ্টা করছিল। জব্দকৃত পণ্যের মোট আনুমানিক মূল্য ৫,২৯,০২৯/- টাকা
তথ্য অনুযায়ী, গত ২৩শে সেপ্টেম্বর বিএসএফ গোয়েন্দা বিভাগের দেওয়া তথ্যের ভিত্তিতে ১৪৩ তম ব্যাটালিয়ন বিএসএফের হাকিমপুর চেকপোস্ট, বর্ডার ফাঁড়ি তারালী-১-এ ডিউটি করার সময় একটি সন্দেহজনক গাড়ি (মারুতি অল্টো এলএক্সআই) থামানো হয়। ০৩ জন যাত্রী স্বরূপনগর থেকে হাকিমপুর চেকপোস্ট হয়ে তারালী বাজার যাচ্ছিল। বিএসএফ ডিউটি কর্মীদের দ্বারা গাড়ির রুটিন চেকিংয়ের সময় দরজার ভিতরে কিছু লুকিয়ে রাখা হয়েছিল, তারপরে সন্দেহজনক গাড়িটি এবং চালকসহ তিনজনকে যান্ত্রিক তদন্তের জন্য বিওপি তারালী-১ এ নিয়ে আসা হয়। যেখানে গাড়িটি পুঙ্খানুপুঙ্খভাবে তল্লাশি করা হয়। পুঙ্খানুপুঙ্খ অনুসন্ধানের পরে, গাড়ি থেকে ১৯৬ টি তালা এবং ৫০০ টি ক্লপ-জি মলম উদ্ধার করা হয়। জিজ্ঞাসাবাদে জানা গেছে, সন্দেহভাজন তিনজনই পশ্চিমবঙ্গের উত্তর ২৪ পরগনার বাসিন্দা। তারা সাভরুনগর থেকে বাংলাদেশে পাচারের উদ্দেশ্যে এই সামগ্রী নিয়ে গিয়েছিল, যা পরে গাড়ির ভিতরে লুকিয়ে রাখা হয়েছিল। বিএসএফের হাকিমপুর চেকপোস্ট পার হওয়ার পর তারালী বাজারে এক অজ্ঞাত ব্যক্তির হাতে এই সামগ্রী তুলে দিতে হয়। । এই কাজের জন্য তাদের পাওয়ার কথা ছিল ৪০০০ টাকা তার আগেই চোরাচালান সামগ্রীসহ তাদের ধরে ফেলে বিএসএফ জওয়ানরা।
এছাড়াও, ৭০ তম ব্যাটালিয়নের সীমান্ত ফাঁড়ি লোধিয়ার জওয়ানরা একটি বিশেষ অভিযানে নদীর মাধ্যমে নিষিদ্ধ ফেনসিডিল পাচার ব্যর্থ করে এবং মোট ২০৭১ বোতল ফেনসিডিল এবং ৯৬ বোতল দেশী মদ বাজেয়াপ্ত করেছে।
গ্রেফতারকৃত চোরাকারবারী ও জব্দকৃত মালামাল পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট বিভাগে হস্তান্তর করা হয়েছে।
দক্ষিণবঙ্গ সীমান্তের জনসংযোগ কর্মকর্তা বলেন, ভারত-বাংলাদেশ সীমান্তে চোরাচালান বন্ধে বিএসএফ কঠোর ব্যবস্থা নিচ্ছে। এ কারণে এ ধরনের অপরাধের সঙ্গে জড়িতদের অনেক অসুবিধায় পড়তে হয়। আরও বলেন, আমরা কোনো অবস্থাতেই আমাদের এলাকা থেকে চোরাচালান হতে দেব না।