ভারত-বাংলাদেশ সীমান্তে বিএসএফ বেশ কয়েকটি চোরাচালানের প্রচেষ্টা ব্যর্থ করেছে, বিপুল পরিমাণ ফেনসিডিল, অবৈধ বিদেশী মদ এবং অ্যান্ড্রয়েড মোবাইল ফোন জব্দ করেছে।
জেলা- উত্তর ২৪ পরগনা/মালদা, ২৯ সেপ্টেম্বর ২০২৪
বিএসএফ দক্ষিণবঙ্গ সীমান্তের র বিভিন্ন ব্যাটালিয়নের সতর্ক জওয়ানরা পশ্চিমবঙ্গের উত্তর ২৪ পরগণা এবং মালদা জেলায় ভারত-বাংলাদেশ সীমান্তে বেশ কয়েকটি চোরাচালানের প্রচেষ্টা ব্যর্থ করে এবং ৮৪৭ বোতল ফেনসিডিল, ৪৯ বোতল ভারতীয় তৈরি বিদেশী মদ এবং ৪৩ টি অ্যান্ড্রয়েড মোবাইল ফোন জব্দ করেছে। চোরাকারবারীরা যখন এসব পণ্য ভারত থেকে বাংলাদেশে পাচারের চেষ্টা করছিল। জব্দকৃত পণ্যের আনুমানিক মূল্য ৪.২৭ লাখ টাকা।
তথ্য অনুযায়ী, বিওপি হাকিমপুর ১৪৩ ব্যাটালিয়নের জওয়ানরা দেখেন, ০২ থেকে ০৩ জন চোরাকারবারী কিছু প্যাকেট প্রচীন ঘাটের কাছে সোনাই নদীর দিকে নিক্ষেপ করছে এবং ০২ থেকে ০৩ জন চোরাকারবারী একই প্যাকেট নদীর পাড় থেকে সংগ্রহ করছে। কর্তব্যরত জওয়ানরা রেডিও সেটের মাধ্যমে কাছাকাছি কর্তব্যরত সহকর্মীকে সতর্ক করে দেন। এরপর জওয়ানরা চোরাকারবারীদের দিকে দৌড়ে এসে তাদের চ্যালেঞ্জ করলে দুর্বৃত্তরা ভয় পেয়ে বাড়িঘর ও অন্ধকারের সুযোগ নিয়ে হাকিমপুর গ্রামের দিকে পালিয়ে যায় এবং ২ থেকে ৩ জন চোরাকারবারী সাঁতরে সোনাই নদী দিয়ে বাংলাদেশের দিকে পালিয়ে যায়। এসময় সহযোদ্ধা ও স্পিড বোট পার্টি নৌকাযোগে ঘটনাস্থলে পৌঁছে এলাকাটি ভালোভাবে তল্লাশি করে মাটি থেকে ০২টি প্যাকেট উদ্ধার করে এবং নৌকা দল সোনাই নদী থেকে ০৪টি প্যাকেট উদ্ধার করে এবং প্যাকেট খুললে সৈন্যরা ৪৯টি ভারতীয় বোতল উদ্ধার করে। উদ্ধার করা হয়েছে বিদেশি মদ, ৩০০ বোতল ফেনসিডিল, ০৫ প্যাকেট (আড়াই কেজি) রিপ্লান্টা পাউডার এবং ০৮ পিস ব্যবহৃত মোবাইল ফোন।
একই দিনে অন্যান্য ঘটনায় ১৪৩ ব্যাটালিয়ন বিওপি তারালী-১ ও ৭০ ব্যাটালিয়ন বিওপি এমএস পুর, নওয়াদা জওয়ানরা ৫৪৬ বোতল ফেনসিডিল ,৭০ ব্যাটালিয়ন বিওপি সাস্নীর কর্মীরা নিজ নিজ এলাকা থেকে ৪৩টি অ্যান্ড্রয়েড মোবাইল ফোন জব্দ করেছে।
জব্দকৃত মালামাল পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট বিভাগে হস্তান্তর করা হয়েছে।
দক্ষিণবঙ্গ সীমান্তের জনসংযোগ কর্মকর্তা বলেন, ভারত-বাংলাদেশ সীমান্তে চোরাচালান বন্ধে বিএসএফ কঠোর পদক্ষেপ নিচ্ছে। এ কারণে এ ধরনের অপরাধের সঙ্গে জড়িত ব্যক্তিরা চরম বিপাকে পড়ছেন। ওই কর্মকর্তা আরও বলেন, আমরা কোনো অবস্থাতেই আমাদের এলাকা থেকে চোরাচালান হতে দেব না।