আকাশবাণী কলকাতা
মহালয়ার পুণ্যতিথিতে “মহিষাসুরমর্দিনীর” বিশেষ প্রভাতী সম্প্রচার
কলকাতা, সেপ্টেম্বর ২০২৪: আকাশবাণী কলকাতা আনন্দের সঙ্গে জানাচ্ছে যে প্রতি বছরের মত এ বছরেও মহালয়ার পুণ্য তিথিতে কালজয়ী অনুষ্ঠান “মহিষাসুরমর্দিনীর” সম্প্রচারের মাধ্যমে দুর্গোৎসবের সূচনা হবে।
সম্প্রচার নির্ঘন্ট:
তারিখ: ২রা অক্টোবর
সময়: ভোর চারটে
প্রচারতরঙ্গ: আকাশবাণীর গীতাঞ্জলি, সঞ্চয়িতা, মৈত্রী, এফ এম গোল্ড, এফ এম ১০৭ এবং ডিটিএইচ বাংলা প্রচারতরঙ্গে।
বাণীকুমার রচিত এবং কিংবদন্তী শিল্পী পঙ্কজকুমার মল্লিক সুরারোপিত “মহিষাসুরমর্দিনীর” প্রাণ বীরেন্দ্রকৃষ্ণ ভদ্রের কালজয়ী ভাষ্য ও স্তোত্রপাঠ। দেবী দুর্গার হাতে মহিষাসুরের পরাভূত হওয়ার পৌরাণিক গাথা আশ্রিত এই অনুষ্ঠান বিপুলভাবে জনপ্রিয় এবং প্রজন্মের পর প্রজন্ম ধরে বাংলার সাংস্কৃতিক ঐতিহ্যের অবিচ্ছেদ্য অঙ্গ হয়ে রয়েছে।
এই স্বর্গীয় ভাষ্যের মধ্যে দিয়ে মূর্ত হয়ে উঠবে দুর্গোৎসবের আনন্দ। বিশেষ এই অনুষ্ঠান শ্রবণের আমন্ত্রণ সবাইকে জানায় আকাশবাণী।