আগামী প্রজন্মের জন্য দূষণমুক্ত পরিবেশের সুস্থায়িত্বের প্রসারে গ্রিন হাইড্রোজেন ফুয়েল সেল বাস আমাদের এক প্রয়াস: প্রধানমন্ত্রী
By PIB Kolkata
নয়াদিল্লি, ২১ অক্টোবর, ২০২৪
ভূটানের প্রধানমন্ত্রী শেরিং তোবগে গ্রিন হাইড্রোজেন ফুয়েল সেল বাসে ভ্রমণ করায় প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী আনন্দ প্রকাশ করেছেন। গ্রিন হাইড্রোজেন ফুয়েল সেল বাস সম্পর্কে মন্তব্য করতে গিয়ে প্রধানমন্ত্রী বলেছেন, আগামী প্রজন্মের দিকে তাকিয়ে দূষণমুক্ত পরিবেশের সুস্থায়িত্বের প্রসারে গ্রিন হাইড্রোজেন ফুয়েল সেল বাস ভারতের এক প্রয়াস স্বরূপ।
এক্স হ্যান্ডেলে পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাস মন্ত্রীর একটি পোস্টের উত্তরে শ্রী মোদী বলেছেন :
“প্রধানমন্ত্রী শেরিং তোবগে গ্রিন হাইড্রোজেন ফুয়েল সেল বাসে সওয়ার হয়েছেন দেখে আমি আনন্দিত। এই জাতীয় বাস আগামী প্রজন্মের জন্য দূষণমুক্ত পরিবেশের সুস্থায়িত্ব প্রসারের লক্ষ্যে আমাদের প্রয়াসের এক নমুনা স্বরূপ।”
About Post Author
Editor Desk
Please enter a description
Please enter a price
Please enter an Invoice ID