ঘূর্ণিঝড় দানা-র মোকাবিলায় ভারতীয় নৌবাহিনীর প্রস্তুতি
By PIB Kolkata
নয়াদিল্লি, ২৪ অক্টোবর, ২০২৪
ওড়িশা এবং পশ্চিমবঙ্গ উপকূলে ঘূর্ণিঝড় দানার প্রবল আঘাত হানার প্রস্তুতি হিসেবে ভারতীয় নৌবাহিনী মানবিক সাহায্য এবং বিপর্যয় ত্রাণ মোকাবিলায় প্রস্তুতি নিয়েছে।
ওড়িশা এবং অন্ধ্রপ্রদেশের ভারপ্রাপ্ত নৌকর্তাদের সঙ্গে সমন্বয় বজায় রেখে পূর্বাঞ্চল নৌবাহিনী বিপর্যয় মোকাবিলায় যাবতীয় ব্যবস্থা নেওয়া হয়েছে। ইউনিটগুলির সঙ্গে সমন্বয় বজায় রেখে পূর্বাঞ্চল নৌবাহিনী ত্রাণ ও উদ্ধার সামগ্রী এবং কল্যাণীর নৌ-হাসপাতাল থেকে রাজ্য প্রশাসনের চাহিদা মতো প্রয়োজনীয় সরবরাহ এবং চিকিৎসা সহায়তার যাবতীয় প্রস্তুতি নিয়েছে।
যে সমস্ত জায়গায় ক্ষতিক্ষতির আশঙ্কা রয়েছে, সড়ক পথে সাহায্য পৌঁছে দিতে এই প্রস্তুতির অঙ্গ হিসেবে প্রয়োজনীয় জামা-কাপড়, পানীয় জল, খাদ্য, ওষুধ এবং জরুরি ত্রাণ সামগ্রী প্রস্তুত রাখা হয়েছে। এছাড়াও বন্যাত্রাণ এবং ডুবুরি দলকেও প্রয়োজন ভিত্তিতে বিভিন্ন জায়গায় পাঠানো হচ্ছে। সমুদ্র পথে পূর্বাঞ্চল নৌবাহিনীর দুটি জাহাজকে অত্যাবশ্যক দ্রব্য সামগ্রী এবং ডুবুরি দল নিয়েও প্রস্তুত রাখা হয়েছে। যে সমস্ত জায়গায় চরম সতর্কতা জারি করা হয়েছে, সেখানে নৌবাহিনীর পক্ষ থেকে নজরদারি অব্যাহত রয়েছে, যাতে ঘূর্ণিঝড় দানায় ক্ষতিগ্রস্ত মানুষ এবং স্থানীয় প্রশাসনকে প্রয়োজনে যাবতীয় সাহায্য করা যায়।