ইপিএস প্রকল্পের আওতায় কেন্দ্রীয়ভাবে নতুন পেনশন প্রদান ব্যবস্থার পরীক্ষামূলক প্রয়োগের সফল সমাপ্তির কথা ঘোষণা ডঃ মনসুখ মান্ডভিয়ার
By PIB Kolkata
নতুন দিল্লি, ৮ নভেম্বর, ২০২৪
কেন্দ্রীয় শ্রম ও কর্মসংস্থান এবং যুব ও ক্রীড়া মন্ত্রী ডঃ মনসুখ মান্ডভিয়া কর্মচারী পেনশন প্রকল্প ১৯৯৫ -এর আওতায় কেন্দ্রীয়ভাবে নতুন পেনশন প্রদান ব্যবস্থার পরীক্ষামূলক প্রয়োগের সফল সমাপ্তির কথা ঘোষণা করেছেন।
তিনি বলেন, অক্টোবর ২০২৪-এ জম্মু, শ্রীনগর এবং কারনাল অঞ্চলের ৪৯ হাজারের বেশি ইপিএস পেনশনারকে প্রায় ১১ কোটি টাকা প্রদানের মাধ্যমে ২৯ এবং ৩০ অক্টোবর পরীক্ষামূলকভাবে এই প্রকল্প সম্পন্ন করা হয়েছে।
কেন্দ্রীয় মন্ত্রী ডঃ মনসুখ মান্ডভিয়া বলেন, “ইপিএফও-র আধুনিকীকরণের ক্ষেত্রে সেন্ট্রালাইজড পেমেন্ট সিস্টেম (সিপিপিএস) একটি উল্লেখযোগ্য মাইলফলক। পেনশনাররা দেশের যে কোনও ব্যাঙ্কের যে কোনও শাখা থেকে তাঁদের পেনশন তুলতে পারবেন। এর ফলে দীর্ঘদিন ধরে চলতে থাকা সমস্যা থেকে মুক্তি পেলেন পেনশনাররা।”
সিপিপিএস-এ পেনশনারদের পেনশন শুরুর সময় ব্যাঙ্কে যাওয়ার প্রয়োজন হবে না। পেনশন শুরু হওয়ার সঙ্গে সঙ্গেই তা ব্যাঙ্কে জমা পড়বে। এই ব্যবস্থায় পেনশনাররা এক জায়গা থেকে অন্য জায়গায় চলে গেলেও, কিংবা ব্যাঙ্ক পরিবর্তন করলেও, তাঁদের পেনশন পেমেন্ট অর্ডার (পিপিও)-এ কোনও পরিবর্তনের প্রয়োজন হবে না। তাই অবসরের পর যে সব পেনশনপ্রাপক তাঁদের নিজেদের শহরে ফিরে আসবেন, এই ব্যবস্থায় তাঁরা প্রভূত উপকৃত হবেন।
২০২৫-এর জানুয়ারি মাসের মধ্যে সমস্ত পেনশনপ্রাপককে নতুন সিপিপিএস ব্যবস্থার আওতায় আনা হবে। এর ফলে ৭৮ লক্ষের বেশি ইপিএস পেনশনপ্রাপক উপকৃত হবেন।