সুপ্রিয় সেনগুপ্ত,আইবি জি নিউজ,
কলকাতা ১৫ ই নভেম্বর ২০২৪.
আদিত্য বিড়লা বাণী ভারতী র ৬৫ তম বার্ষিক দিবস উদযাপন হয়ে গেল ১৫ ই নভেম্বর ২০২৪ সাইন্স সিটি মেন অডিটোরিয়ামে। পন্ডিত শ্রী তন্ময় বোসের উজ্জ্বল উপস্থিতি এবং তার সৃষ্টিমুখর উপস্থাপনা উদ্বোধনী অনুষ্ঠানটিকে রঙিন করে তুলেছিল। শতাধিক শিশু কিশোরের নৃত্যানুষ্ঠানের মধ্য দিয়ে ফুটে উঠলো “নানা ভাষা নানা মত নানা পরিধান বিবিধের মাঝে যেন মিলন মহান”। বিশিষ্ট শিক্ষাবিদ এবং সমাজ সংস্কারক শ্রীমতি অনন্যা চক্রবর্তী চ্যাটার্জির “শিশু শিক্ষা এবং চরিত্র গঠনে পিতা-মাতার কর্তব্য” বিষয়ক অতি মূল্যবান বক্তব্য সমস্ত অডিটোরিয়াম কে মন্ত্রমুগ্ধ করে তোলে।
সবশেষে শ্রদ্ধেয় প্রিন্সিপাল স্যার শ্রী গৌতম সরকার যখন সুদৃঢ় ভাবে উচ্চারণ করলেন….” আমরা কো কারিকুলার বলে কিছু রাখতে চাই না এই শব্দটাকে সরিয়ে দিয়ে আমরা রাখতে চাই শুধুমাত্র কারিকুলার”….. তখন এটা পরিষ্কারভাবে বোঝা গেল আজকের অর্থ উপার্জন সর্বস্ব ইঁদুর দৌড়ের অনুর্বর পথে না হেঁটে, প্রকৃত শিক্ষার আলো জ্বালানোর জন্য শিক্ষার জগতে রেনেসাঁ সৃষ্টিতে আদিত্য বিড়লা বাণী ভারতী যথেষ্ট দৃঢ় সংকল্প।