জিনিয়াস ফাউন্ডেশন ও অ্যাসেন্সিভ এডু স্কিল ফাউন্ডেশনের যৌথ উদ্যোগে কাশ্মীর ও মহারাষ্ট্রের সূচিশিল্পীদের ক্ষমতায়ন
কলকাতা – জিনিয়াস কনসালট্যান্টস লিমিটেডের সিএসআর উদ্যোগ জিনিয়াস ফাউন্ডেশন এবং অ্যাসেন্সিভ এডুকেয়ার লিমিটেডের সামাজিক শাখা অ্যাসেন্সিভ এডু স্কিল ফাউন্ডেশন, সম্প্রতি একটি সমঝোতা স্মারক (MoU) স্বাক্ষর করেছে। এই উদ্যোগ কাশ্মীরের সূচিশিল্পী ও মহারাষ্ট্রের বানজারা সম্প্রদায়ের কারিগরদের বাজারসংযোগ এবং উদ্যোক্তা উন্নয়নের লক্ষ্যে পরিচালিত হবে। প্রকল্পটি মূলত স্থানীয়, জাতীয় এবং আন্তর্জাতিক স্তরে বাজারসংযোগ তৈরির ওপর গুরুত্ব দেবে। একইসঙ্গে, শিল্পীদের একটি সমষ্টিগত ব্যবসায়িক মডেলে কাজ করার ধারণা প্রণোদিত করা হবে। আধুনিক প্যাকেজিং পদ্ধতির শিক্ষাও বিশেষভাবে দেওয়া হবে।
এই প্রকল্প বাস্তবায়নের জন্য জিনিয়াস ফাউন্ডেশন, অ্যাসেন্সিভ এডু স্কিল ফাউন্ডেশনকে চুক্তি অনুযায়ী তহবিল প্রদান করবে, এবং অ্যাসেন্সিভ এডু স্কিল ফাউন্ডেশন তা কার্যকর করবে।
এই সমঝোতা স্মারকটি স্বাক্ষরিত হয় ২০২৪ সালের ১০ই ডিসেম্বর, বিশ্ব বাংলা কনভেনশন সেন্টারে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জিনিয়াস কনসালট্যান্টস লিমিটেডের চেয়ারম্যান ও ম্যানেজিং ডিরেক্টর শ্রী আর পি যাদব, অ্যাসেন্সিভ গ্রুপ অফ কোম্পানির চেয়ারম্যান শ্রী অভিজিৎ চ্যাটার্জি। এছাড়াও উপস্থিত ছিলেন এনএসডিসি, ভারতের দক্ষতা উন্নয়ন ও উদ্যোগ মন্ত্রকের এসইও শ্রী বিক্রম দাস, এবং টেক্সটাইল মন্ত্রকের হস্তশিল্প দপ্তরের সহকারী পরিচালক শ্রী সুদর্শন দাস। অনুষ্ঠানে শিল্প ও শিল্প সংস্থা এবং প্রিন্ট ও টিভি মিডিয়ার বিশিষ্ট ব্যক্তিত্বরাও উপস্থিত ছিলেন।
অনুষ্ঠান চলাকালীন, কাশ্মীরের বেশ কয়েকজন সূচিশিল্পী ভার্চুয়াল মাধ্যমে যুক্ত হন এবং এ ধরনের একটি প্রকল্পের প্রয়োজনীয়তা তুলে ধরেন। তারা জানান, জিনিয়াস ফাউন্ডেশন এবং অ্যাসেন্সিভ এডু স্কিল ফাউন্ডেশনের এই মহৎ উদ্যোগ তাদের জীবনে আশার আলো আনবে।
সমস্ত আমন্ত্রিত অতিথি ও বিশেষ ব্যক্তিত্বরা এমন উদ্ভাবনী প্রকল্প গ্রহণের প্রয়োজনীয়তার ওপর জোর দেন, যা সূচিশিল্পীদের উন্নতি ঘটাবে এবং স্থানীয় ঐতিহ্যকে সারা বিশ্বে প্রচার করবে।