কাব্যগ্রন্থ ‘একটা কালো বই’ উদ্বোধন করলেন ড. পি বি সেলিম ও শাকিল আহমেদ
পার্ক সার্কাস ময়দানে অনুষ্ঠিত বৈচিত্র্যের মাঝে মহামিলন উৎসবের মঞ্চে ৫ জানুয়ারি কবি গোলাম রসুল-এর কাব্যগ্রন্থ ‘একটা কালো বই’ উদ্বোধন করলেন পশ্চিমবঙ্গ সংখ্যালঘু উন্নয়ন ও বিত্তনিগমের চেয়ারম্যান ড. পি বি সেলিম ও ডিরেক্টর শাকিল আহমেদ। উপস্থিত ছিলেন উদার আকাশ প্রকাশনের প্রকাশক ও কল্যাণী বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের গবেষক ফারুক আহমেদ। উদার আকাশ থেকে প্রকাশিত হয়েছে মূল্যবান কাব্যগ্রন্থটি। পশ্চিমবঙ্গ সরকারের মুখ্যমন্ত্রী মাননীয়া মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় প্রতি বছরের মতো এবছরেও পশ্চিমবঙ্গ সংখ্যালঘু উন্নয়ন ও বিত্তনিগম মিলন উৎসবের আয়োজন করেছিল, যার আনুষ্ঠানিক উদ্বোধন হয় ৩ জানুয়ারি, ২০২৫।
বৈচিত্র্যের মাঝে মহামিলন উৎসবের শুভ সূচনা করেছিলেন পশ্চিমবঙ্গ সরকারের মাননীয় মন্ত্রী এবং কলকাতা পুরসভার মেয়র, জনাব ফিরহাদ হাকিম। বিশেষ অতিথি হয়ে উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গ সরকারের মাননীয় মন্ত্রী জনাব জাভেদ আহমেদ খান, জনাব সিদ্দিকুল্লা চৌধুরী, মন্ত্রী বাবুল সুপ্রিয়, সাংসদ জনাব নাদিমুল হক ও প্রাক্তন সাংসদ জনাব আহমেদ হাসান ইমরান। এছাড়াও উপস্থিত ছিলেন মন্ত্রী জনাব মহম্মদ গুলাম রব্বানি,
পশ্চিমবঙ্গ সংখ্যালঘু উন্নয়ন ও বিত্তনিগমের ডিরেক্টর শাকিল আহমেদ। মিলন উৎসবে জোর দেওয়া হয়েছিল জব ফেয়ার ও কেরিয়ার কাউন্সেলিংয়ের উপর। এদিন জব ফেয়ার থেকে ২৯৯ জন সরাসরি চাকরি পেলেন। প্রতিদিন উচ্চ মানের সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। রক্তদান কর্মসূচি সফল হয়েছে। মিলন উৎসব হাজার হাজার মানুষের মনে দাগ কেটে গিয়েছে।
উদার আকাশ সম্পাদক-প্রকাশক ফারুক আহমেদ বলেন, “এক কথায় আমাদের বলতেই হবে বাংলা কবিতায় নতুন এক ধারা তৈরি করেছেন কবি গোলাম রসুল। শব্দের বীজ তাঁর হাতে পড়ে হয়ে উঠেছে কবিতা বীজ। সাম্প্রতিককালে কবিতা চাষের এই একনিষ্ঠতা খুবই কম কবিদের মধ্যে আমরা দেখতে পাই। কবির কবিতার জমিন এতটাই উর্বর যতটুকু জমি কর্ষিত হয়েছে, সেখানে ততটুকুই সোনা হয়ে ফলেছে। কারণ গোলাম রসুল তাঁর বাস্তববোধ ও শব্দচয়নে সকলকে মুগ্ধ করেছেন। পরিশেষে একটাই কথা বলা যায়, শব্দের ঠাসবুননে গোলাম রসুল-এর কবিতা চিন্তার এক নতুন জগৎ সৃষ্টি করেছে। তাঁর প্রতিটি কবিতা পাঠককুলকে ভাবিত করবে।
কবির কবিতা ভাবনা ও কবিতার বিষয়বস্তু হল বিশ্বায়ন। বিশ্বের সব অনিয়ম, হত্যা, যুদ্ধ, ধর্মের বিভেদ, জাতি-বর্ণের বিভেদ ও হানাহানির ক্লান্তি সব কিছু একীভূত হয়ে ধরা দেয় তাঁর কবিতায়। ক্লান্ত কবি আশ্রয় নেন তাঁর একান্ত কবিতায়। কবি শামসুর রহমানের ভাষায় কবিতা হল কবির আশ্রয়।
জীবনানন্দ দাশের ধূসর ভাবনা আর কবি গোলাম রসুলের ভাবনা, বোধের তাড়না, দর্শনের জায়গা কতটা আলাদা, সেটা গোলাম রসুলের কবিতা পাঠ করলেই অনুমান করা যায়।”