বিএসএফ মহিলা জওয়ানের সাহসিকতায় সশস্ত্র চোরাকারবারীদের তাড়িয়ে সীমান্তে গরু উদ্ধার।
উত্তর ২৪ পরগনা / মালদা, ১৬ জানুয়ারী ২০২৫, দক্ষিণবঙ্গ সীমান্তে মোতায়েন থাকা জওয়ানরা সাহস ও অধ্যবসায়ের সাথে উত্তর ২৪ পরগনা এবং মালদা জেলায় ভারত-বাংলাদেশ সীমান্তে ০৫ জন অবৈধ বাংলাদেশী অনুপ্রবেশকারীকে তাড়িয়ে দিয়ে বেশ কয়েকটি চোরাচালানের প্রচেষ্টা সফলভাবে ব্যর্থ করে দেয়। এছাড়াও, অসাবধানতাবশত ভারতীয় সীমান্তে প্রবেশকারী এক বাংলাদেশী যুবককে আটক করে শুভেচ্ছার নিদর্শন স্বরূপ বিজিবির হাতে তুলে দেওয়া হয়। অন্যান্য অভিযানে ৬২০ বোতল নিষিদ্ধ ফেনসিডিল, ২২ বোতল ভারতীয় তৈরি বিদেশী মদ জব্দ করা হয়, পাশাপাশি চোরাকারবারীদের কবল থেকে ৪টি গরুও মুক্ত করা হয়।
১৫-১৬ জানুয়ারী, ২০২৫ সালের মধ্যরাতে সাহসিকতার এক অসাধারণ প্রদর্শনে, দ্বিতীয় শিফটে দায়িত্ব পালনকারী একজন মহিলা বিএসএফ জওয়ান চোরাকারবারিদের গরু নিয়ে সীমান্তের দিকে দ্রুত অগ্রসর হতে দেখেন। দ্বিধা না করে, তিনি তার সহকর্মী জওয়ানদের সতর্ক করে দেন এবং চোরাকারবারীদের দিকে ছুটে যান, তাদের থামতে চ্যালেঞ্জ করেন। তবে, চোরাকারবারীরা লাঠি এবং ধারালো অস্ত্র নিয়ে, তার সতর্কবাণী উপেক্ষা করে সীমান্তের বেড়ার দিকে আক্রমণাত্মকভাবে এগিয়ে যেতে থাকে। জোরপূর্বক চোরাচালানের পরিস্থিতির গুরুত্ব বুঝতে পেরে, মহিলা জওয়ান প্রথমে দুটি সতর্কতামূলক রাউন্ড বাতাসে গুলি চালান। চোরাকারবারীরা যখন অবিচলভাবে এগিয়ে যেতে থাকে, তখন তিনি দৃঢ়ভাবে এক রাউন্ড গুলি চালান, যার ফলে চোরাকারবারীরা অন্ধকার এবং ফসলের আড়ালে পালিয়ে যেতে বাধ্য হয়। এলাকায় তল্লাশি চালিয়ে চোরাকারবারীদের ফেলে যাওয়া দুটি গরু উদ্ধার করা হয়।
জব্দকৃত চোরাকারবারিরা আরও আইনি ব্যবস্থা নেওয়ার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়েছে এবং উদ্ধার করা গরুগুলিকে ই-ট্যাগ করে ধ্যান ফাউন্ডেশনের কাছে হস্তান্তর করা হবে।
দক্ষিণবঙ্গ সীমান্তের জনসংযোগ কর্মকর্তা বলেছেন যে ভারত-বাংলাদেশ সীমান্তে চোরাচালান বন্ধে বিএসএফ কঠোর ব্যবস্থা নিচ্ছে। এর ফলে, এই ধরনের অপরাধের সাথে জড়িতরা তাদের পরিকল্পনায় সফল হতে পারছে না। অফিসার আরও বলেন যে আমরা কোনও অবস্থাতেই আমাদের এলাকা থেকে চোরাচালান করতে দেব না।