Mother and Child – WB Govt sets up waiting hut for pregnant women in the Sunderbans

0
1783
Villegers - River Side
Villegers - River Side
0 0
Azadi Ka Amrit Mahoutsav

InterServer Web Hosting and VPS
Read Time:5 Minute, 44 Second

WB Govt sets up waiting hut for pregnant women in the Sunderbans

WB Govt sets up waiting hut for pregnant women in the Sunderbans

In a unique move to provide the better health care facilities in the remote villages of Sunderbans, the State Government has set up a waiting hut for pregnant women at Pathar Pratima block hospital.

In the ten bedded waiting hut, there will infrastructure available so that the expectant mothers from far off villages can come here for health checkups where they will be fed nutritious food.

The State health department in assistance with National rural health mission has played a major role in the construction of the new waiting hub in which the poor patients from the remote areas of Sunderbans will be benefitted.

After coming to power Chief Minister Mamata Banerjee had laid enormous emphasis on the infrastructure enhancement. Among which, quite a few schemes were taken up for the expectant mother and the new born. It was the Chief Minister’s relentless effort that has increased the number of institutional deliveries in the state.

It was often difficult to bring the expectant mothers from the rural parts of South 24-Parganas and parts of South 24-Parganas as the areas are surrounded by various rivers. It is nearly impossible to transport the patients from the farthest areas to the city.

Mamata
Mamata

Hence, the State government has taken various schemes, especially in the villages so that the health care facilities could be delivered to all the patients. Earlier, it was seen that many expectant mothers would die along with their babies while being transported to a hospital from their native place due to the lack of transportation infrastructure.

People had to depend on the mechanised boats to take a patient to the block primary health centers. But in case there was a need to transport a patient during night it would become a hard task.

Keeping all this in mind the health department has set up the waiting hub where the expectant mothers would be brought 10 days before their delivery.

There are 10 beds to accommodate the patients at a time. The patients would be kept under constant monitoring and they would be provided with good quality food at free of cost.

The nurses who will be posted at the center will check the health conditions of the patients on a regular basis.

There will be various other facilities like television, indoor games to make the expectant mothers happy. After being kept under constant monitoring at the waiting hut for few days, the expectants mothers would finally be taken to the delivery room of the hospital.

Two other such waiting huts will be constructed at Sandeshkhali and Gosaba under Private Public Partnership model. It may be mentioned that the state government had earlier introduced Nischoy Yaan for transporting the patients especially the pregnant women throughout the districts.

The patients would be able to avail the facility at free of cost. Even after their deliveries, the patients would be brought back to their houses in the Nischoy Yaan.

 

সুন্দরবনের গর্ভবতী মহিলাদের জন্য রাজ্য সরকারের নতুন উদ্যোগ ‘মাদার ওয়েটিং হাট’

রাজ্য স্বাস্থ্য পরিবার কল্যাণ দপ্তর ও জাতীয় স্বাস্থ্য মিশনের যৌথ উদ্যোগে রাজ্যে প্রথম প্রসূতি মায়েদের প্রাতিষ্ঠানিক প্রসবের সুবিধার জন্য এবার অভিনব ‘মাদার ওয়েটিং হাট’ প্রকল্পের সূচনা হল । শনিবার পাথরপ্রতিমা ব্লক হাসপাতাল চত্বরে এই পরিষেবার সূচনা হল।

স্বাস্থ্য ও চিকিৎসা পরিকাঠামোর অভাবে সুন্দরবন অঞ্চলের অধিকাংশ মহিলা হাসপাতালে গিয়ে প্রসবের সুবিধা থেকে বঞ্চিত হন। পর্যাপ্ত জলযানের অভাবে নদীমাতৃক সুন্দরবনের প্রত্যন্ত এলাকা থেকে গর্ভবতী মায়েদের হাসপাতালে নিয়ে আসতে প্রচুর সমস্যা হয়। ফলে প্রাতিষ্ঠানিক প্রসূতির ক্ষেত্রে নদীমাতৃক সুন্দরবন কিছুটা পিছিয়ে ছিল।

ভৌগোলিক অবস্থানের কথা মাথায় রেখে জেলা স্বাস্থ্য দপ্তরের পক্ষ থেকে রাজ্য স্বাস্থ্য ভবনে এই প্রকল্পের প্রস্তাব দেওয়া হয়েছিল। সেই প্রস্তাবে সাড়া দিয়ে এই প্রকল্পের সূচনা হল রবিবার। পরবর্তী সময়ে সন্দেশখালি ও গোসাবাতেও এই প্রকল্প চালু হবে।

গত কয়েক মাস আগেও এই ব্লকে প্রাতিষ্ঠানিক প্রসবের হার ছিল ৬৬ শতাংশ। এখন সেটি গিয়ে দাঁড়িয়েছে ৯৫ শতাংশের কাছে। এই প্রকল্পে গ্রামের আশাকর্মীরা গর্ভবতী মহিলাদের প্রসবের সম্ভাব্য ১০ দিন আগে এই মাদার ওয়েটিং হাটে নিয়ে চলে আসবেন।

হাসপাতাল চত্বরের পাশে একটি ভবনে ১০টি বেড রাখা হয়েছে এই হাটে। গর্ভবতী মহিলাদের নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার জন্য থাকবেন প্রশিক্ষিত নার্স ও স্বাস্থ্যকর্মীরা। বিনামূল্যে প্রোটিনযুক্ত খাবার দেওয়া হবে । সমস্ত খরচ বহন করবে রাজ্য সরকার।

এ ছাড়া বিনোদনের জন্য থাকছে টিভি ও ইনডোর গেমের ব্যবস্থা। নিয়মিত পর্যবেক্ষণে রাখার পর প্রসবযন্ত্রণা শুরু হলে ভর্তি করা হবে ব্লক হাসপাতালে।

উল্লেখ্য, যে রাজ্য সরকার আগেই জেলার সর্বত্র রোগীদের বিশেষত গর্ভবতী মহিলাদের পরিবহনের জন্য ‘নিশ্চয় যান’ চালু করেছিল। প্রসবের পর এই নিশ্চয় যান তাদের বাড়িও পৌঁছে দেবে।

About Post Author

Editor Desk

Antara Tripathy M.Sc., B.Ed. by qualification and bring 15 years of media reporting experience.. Coverred many illustarted events like, G20, ICC,MCCI,British High Commission, Bangladesh etc. She took over from the founder Editor of IBG NEWS Suman Munshi (15/Mar/2012- 09/Aug/2018 and October 2020 to 13 June 2023).
Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %
Advertisements

USD