West Bengal registers positive growth in tourism, says Central Govt report

0
2940
West Bengal - Tourism
West Bengal - Tourism
0 0
Azadi Ka Amrit Mahoutsav

InterServer Web Hosting and VPS
Read Time:2 Minute, 44 Second

West Bengal registers positive growth in tourism, says Central Govt report

West Bengal registers positive growth in tourism, says Central Govt report

Ever since she assumed office in 2011, West Bengal Chief Minister Mamata Banerjee has been focusing on boosting the tourism infrastructure of the State. Thanks to her manifold initiatives, the State Government has now put its best foot forward to woo tourists, both domestic and foreign.

According to the latest report by the Union Ministry of Tourism, Bengal registered positive growth in both domestic and foreign tourist visits in 2015.

West Bengal improved its position among the States, moving up to fifth, with 1.49 million foreign tourists visiting the State in 2015.

Since 2011, the West Bengal Government has taken several steps to improve the tourism infrastructure of the State, with special initiatives being taken for the safety and comfort of tourists. Focus has been laid on eco-tourism as well as on homestays. Lasting peace in the Hills and in the Jangalmahal region has also added to the increase in the footfall of tourists. The Government has also actively participated in various national and international tourism fairs.

 

পর্যটনের বিকাশ ঘটছে বাংলায়, বলছে জাতীয় রিপোর্ট

২০১১ সালে প্রথমবার ক্ষমতায় আসায় পর থেকেই পশ্চিমবঙ্গের মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্য পর্যটনের পরিকাঠামোর উপর বিশেষ জোর দিয়েছেন। জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে থেকে পর্যটকদের আকৃষ্ট করতে নানাবিধ উদ্যোগ  নিয়েছে রাজ্য সরকার।

কেন্দ্রীয় পর্যটন মন্ত্রালয়ের সর্বশেষ প্রতিবেদন অনুযায়ী, ২০১৫ সালে দেশী এবং বিদেশী পর্যটনে বিকাশ ঘটেছে  পশ্চিমবঙ্গে।

অন্যান্য রাজ্যের মধ্যে পশ্চিমবঙ্গের অবস্থান উন্নত হয়েছে, বর্তমানে পশ্চিমবঙ্গ তালিকার পঞ্চম স্থানে। ২০১৫ সালে এই রাজ্যে প্রায় ১.৪৯ মিলিয়ন বিদেশী পর্যটক এসেছেন।

২০১১ সাল থেকে, পশ্চিমবঙ্গ সরকার রাজ্য পর্যটনের পরিকাঠামো উন্নত করার জন্য পর্যটকদের নিরাপত্তা ও সব রকম সুযোগ সুবিধার জন্য বিশেষ পদক্ষেপ গ্রহণ করেছে। ইকো-ট্যুরিজমের পাশাপাশি হোম স্টে–র ওপরও জোর দেওয়া হচ্ছে। জঙ্গলমহল এবং পাহাড়ে এখন শান্তি বিরাজমান। জঙ্গলমহলে পর্যটক আকর্ষণ বাড়াতে বিভিন্ন ফুটবল টুর্নামেন্টের আয়োজন করা হয়েছে। জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে বিভিন্ন পর্যটন মেলায় সরকার সক্রিয়ভাবে অংশগ্রহণ করছে।

About Post Author

Editor Desk

Antara Tripathy M.Sc., B.Ed. by qualification and bring 15 years of media reporting experience.. Coverred many illustarted events like, G20, ICC,MCCI,British High Commission, Bangladesh etc. She took over from the founder Editor of IBG NEWS Suman Munshi (15/Mar/2012- 09/Aug/2018 and October 2020 to 13 June 2023).
Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %
Advertisements

USD