Burwan East, 3 Sep 2017:
Late Sachindran Nath Mitra and Amir Hossain Choudhury martyr of communal violence in different parts of India and Bangladesh are the name to be remembered for long as a human face of the society.
Amir Hossain Smriti Parishad Dhaka and Abdur Sattar Nurunesha Smriti Raksha Samity Kolkata jointly held a convention to discuss their contribution and offering of their life for the peace and communal harmony.
During the event Mamtaz Sanghamita a physician and a member of parliament from Bardhaman-Durgapur (Lok Sabha constituency), West Bengal kept her valued thinking about the cause for which both the martyr lost their life.
Original Report in Bengali
ভারত- বাংলাদেশ যৌথভাবে দাঙ্গা শহীদের স্মরণ
রবিবার বিকেল ৩টায় বর্ধমান জেলা উদয়চাঁদ গ্রন্থাগার সভাকক্ষে শহীদ আমীর হোসেন চৌধুরী স্মৃতি পরিষদ, ঢাকা, বাংলাদেশ ও আবদুস সাত্তার-নুরুন্নেসা সাত্তার স্মৃতিরক্ষা সমিতি, কলকাতা, যৌথভাবে আয়োজিত “দাঙ্গাশহীদ শচীন্দ্রনাথ মিত্র ও আমীর হোসেন চৌধুরী স্মরণ সভা-২০১৭” অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।অনুষ্ঠানে বক্তব্য রাখেন, বর্ধমান দুর্গাপুর লোকসভা কেন্দ্রের সাংসদ মমতাজ সংঘমিতা, অধ্যাপক জ্যোর্তিময় গোস্বামী, বর্ধমান বিশ্ববিদ্যালয়ের উন্নয়ন আধিকারিক ড. ইন্দ্রজিত রায় নন্দন কাননে বিদ্যাসাগর দ্বিশতবর্ষ উদযাপন উপলক্ষে গঠিত গবেষণা কেন্দ্রের আহ্বায়ক প্রাণতোষ বন্দ্যোপাধ্যায়, বর্ধমান বিশ্ববিদ্যালয় ইন্টারন্যাশনাল স্টুডেন্টস এসোসিয়েশনের সভাপতি জাহাঙ্গীর আলম প্রমূখ।উল্লেখ যে, ১৯৪৭ সালের আজকের এই দিনে ভারতীয় উপমহাদেশের ব্রিটিশ বিরোধী স্বাধীনতা আন্দোলনের একজন অন্যতম ব্যক্তিত্ব শচীন্দ্রনাথ মিত, কলকাতায় দাঙ্গায় শহীদ হন এবং একই দিনে বাংলাদেশের ভাগলপুরে জন্মগ্রহণ করেন দাঙ্গাশহীদ আমীর হোসেন চৌধুরী। একই আদর্শের দুজনের জীবন ধারা মিলিত হয়েছে একের জন্মদিন অন্যজনের মৃত্যু দিনের মধ্য দিয়ে।তাই শ্রদ্ধাভরে স্মরণ করেছে এই দুই মহান ব্যক্তিকে। দাঙ্গা শহীদ আমীর হোসেন চৌধুরী ছিলেন নজরুল গবেষক, অনুবাদক ও বুদ্ধিজীবী। পারিবারিক ভাবেই তিনি সাহিত্য -সাধনায় ব্রতী ছিলেন। তাঁর জীবনবোধ বিজ্ঞান এবং অসাম্প্রদায়িক প্রগতিশীল চেতনায় সমৃদ্ধ ছিল। তার সাহিত্য -সাধনায় তাই আদর্শ হয়ে উঠেছিল রবীন্দ্রনাথ ও নজরুল। ১৯৬৪ সালের ১৫ জানুয়ারি ঢাকায় সাম্প্রদায়িক দাঙ্গা প্রতিরোধ মিছিলে অংশ নিতে গিয়ে শহীদ হন তিনি।বক্তব্যে উঠে আসে আজকের এই স্মরণ সভার মাধ্যমে এপার বাংলা- ওপার বাংলার মৈত্রী সম্পর্ক আর এক ধাপ এগিয়ে নিয়ে যাবে।নতুন প্রজন্ম দাঙ্গা শহীদ শচীন্দ্রনাথ মিত্র ও আমীর হোসেন চৌধুরীকে যুগযুগ ভরে স্মরণ করবে।
Original Report and Picture by Zahangir Alam ,Dhaka , Bangladesh, University of Burdwan.