যাদবপুর বিশ্ববিদ্যালয়ে অর্থনীতির ওপর আন্তর্জাতিক সেমিনার আয়োজিত হলো এসএআইএআরডি ও আইএএ এর ব্যাবস্থাপনায়
আইবিজি নিউজের সাথে মৌ চুক্তি স্বাক্ষর করল এসএআইএআরডি
এম রাজশেখর (২৩ নভেম্বর ‘১৯):- আজ যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ডঃ কে পি বসু মেমোরিয়াল হল-এ এক অনুষ্ঠানের মাধ্যমে অর্থনীতির ওপর আন্তর্জাতিক সেমিনার আয়োজিত হলো এসএআইএআরডি ও আইএএ এর ব্যাবস্থাপনায়। সাউথ বেঙ্গল চ্যাপ্টার অফ ইন্ডিয়ান একাউন্টিং এসোসিয়েশনের বিভিন্ন কর্ণধার সহ ,অর্থনীতি ও হিসাবশাস্ত্রের উচ্চ পদস্থ কর্মকর্তা ছিলেন । এ ছাড়াও ছিল রিসার্চ স্কলারদের উপস্থিতি । সারাদিন ব্যাপী অনুষ্ঠানে অনেক রিসার্চ পেপার আলোচনার বিষয় রূপে প্রকাশ পেলো।
একই অনুষ্ঠানে কলকাতার প্রথম ওয়েব পোর্টাল আইবিজি নিউজের সাথে মৌ চুক্তি স্বাক্ষর করল সাউথ এশিয়ান ইন্সটিটিউট ফর এডভান্সড রিসার্চ এণ্ড ডেভলপমেন্ট (এসএআইএআরডি)।
প্রসঙ্গতঃ বলে রাখা ভালো, আগামী বছরের গোড়া থেকেই এসএআইএআরডি কোলকাতার বুকে শুরু করতে চলেছে ‘ডিজিটাল জার্ণালিজম’-এর উপর হাতে কলমে একটা সার্টিফিকেট কোর্স।
এসএআইএআরডি-র তরফ থেকে সংস্থার কর্ণধার বিশ্বজিত রায় চৌধুরী জানিয়েছেন, “কৌশল বিকাশের লক্ষ্যে আইবিজি নিউজের সহায়তা নিয়ে হাতে কলমে ‘ডিজিটাল জার্ণালিজম’ কোর্সটা করানো হবে। “
অন্যদিকে আইবিজি নিউজের পক্ষ থেকে সুমন মুন্সী জানিয়েছেন, “আমাদের বাস্তব অভিজ্ঞতা বলছে বিশ্ববিদ্যালয় থেকে শিক্ষা সমাপ্ত করে বেরিয়ে আসার পর কোন ছাত্রছাত্রীই প্রথম প্রথম সংবাদমাধ্যমের উপযোগী লেখা লিখতে পারছেননা, ফলতঃ কর্মক্ষেত্রে প্রবেশ করার পর এই এই ছাত্রছাত্রীরা প্রভূত অসুবিধার সম্মুখীন হচ্ছেন। বর্তমান দিনের ছাত্রছাত্রীদের এই অসুবিধা দূর করার লক্ষ্যেই আমাদের এই প্রয়াস। এখানে বলা ভালো আমরা শুধু এঁনাদের ছাত্র ছাত্রীদের কাজের অভিজ্ঞাতা লাভের ক্ষেত্রে সাহায্য করবো। আর সম্পূর্ণ কোর্স পরিচালনা ও ম্যানেজমেন্ট সাইয়ার্ড পরিচালিত হবে । অর্থাৎ SAIARD ই এই বিষয়ে ছাত্র ছাত্রীদের সহযোগিতা ও পরিচালনা করবে । “
SAIARD সংস্থার কর্ণধার বিশ্বজিৎ রায় চৌধুরী IBG NEWS এর চিফ এডিটর সুমন মুন্সী কে দিলেন সংস্থার তরফে “অনন্য ডিজিটাল সম্মান” অ্যাওয়ার্ড ।
International Seminar on Economic Development Suman Munshi Chief Editor IBG NEWS speaking at SAIARD event Suman Munshi Chief Editor IBG NEWS received Award on Digital Journalism from Biswajit Roy Chowdhury Chairman SAIARD