পরশুরামের কুঠার
সুমন মুন্সী
শিক্ষা আনে চেতনা, চেতনা আনে বিপ্লব,
বিপ্লব আনে নতুন পরিবর্তন,
পরিবর্তন মানেই কিন্তু, উন্নয়ন নয়,
অধঃপতনও একধরনের বিশেষ পরিবর্তন।
১৪০ কোটির চার পায়ে চলা নির্বোধের ভোটে,
নির্বাচিত হয় সমাজবিরোধী জারজের দল ভোটে,
যে কজন ভুল করে ভালো চলে আসেন পাঁকে,
‘সিস্টেম সাইজ’ করে দেয় তাঁকে।
নির্বাচন একটা কোটি টাকার খেমটা,
একসাথে মজা করে দেখে নির্বোধের বাপ্ বেটা,
পা কেটে নিয়ে হুইল চেয়ার দেয় উপহার,
সে নির্বোধ ভাবে এই চেয়ার ছিল প্রাপ্য তাঁর,
মুক্ত করে ফেলো ক্রুশ বিদ্ধ দেশ মাতাকে।
জারজের রক্তের বিষ থেকে জন্ম রক্তবীজদের,
দাও দূর করে, এই দেশ ও সমাজ হতে,
সমাজে আবার দাও সৎ মানুষের সম্মান ফিরিয়ে ।
শত কোটি শয়তানের নিধনের পূতঃঅগ্নিতে,
শেষ হোক রাজনীতির রাহুগ্রাস, আগামী ভরা পূর্ণিমাতে,
নতুন সূর্যের সাথে মানুষ ফিরে পাক আত্মমর্যাদার গর্বকে,
আবার দেশ ভোরে উঠুক মানুষের মতো মানুষে।
About Post Author
Editor Desk
Please enter a description
Please enter a price
Please enter an Invoice ID