বিশ্বের জন্য ত্রাণ আছে ভারতের কাছে নেই কেবল নিজের অতীত কৃতি সন্তানদের জন্য – ভিক্ষা করে দিন কাটে হকির জাদুকরের শিষ্য টেকচাঁদের
মধ্যপ্রদেশ, ৮ ফেব্রুয়ারী :
অরূপ মিত্র আমাদের একজন অতিপ্রিয় দেশ সচেতন নাগরিক ও বিলেত ফেরত অধ্যাপক অংকের । জীবনের অঙ্ক মেলানোর জন্য যে মানবিক গুণ থাকার কথা শিক্ষক হিসাবে তা তিনি প্রতিপদে তুলে ধরতে দেশের আনাচে কানাচে ঘুরে বেড়ান ।
এই ভাবেই এই লেখা পেলাম ভাতৃপ্রতিম অরূপের ফেইসবুক পেজ থেকে । ছাপার অনুমতি আগেই রেখেছি এই বিদ্বগ্ধ দেশ পাগল সম্মানিত লেখকের থেকে । দেখুন কি নিদারুন এক কাহিনী ভারতের উজ্জ্বল সন্তানের।
লেখা অরূপ মিত্র:
কোনো এক সময় দেশের এক উজ্বল নক্ষত্র ছিলেন।। বর্তমানে প্রতিদিন দু-মুঠো খাবার জোগাড় করতে হিমসিম অবস্থা !!
মনরেগার জবকার্ড রয়েছে,, কিন্তু,, 82 বছর বয়সে শরীর সঙ্গ দিচ্ছে না।। তাছাড়া,, 82 বছরের একজন বুড়োকে কে দেবে কাজ ??
1961 সালে ভারতের জাতীয় হকি দল ইংল্যান্ডকে পরাজিত করে ইতিহাস রচনা করে।। সেই ঐতিহাসিক মুহুর্ত মাঠের মধ্যে তারিয়ে তারিয়ে উপভোগ করেছিলেন তিনি।। #টেকচাঁদ ছিলেন সেই দলের গুরুত্বপূর্ণ একজন খেলোয়াড়।।
হকির জাদুগর হিসাবে পরিচিত মেজর ধ্যানচাঁদের শিষ্য,, এবং,, বিখ্যাত হকি প্লেয়ার মোহর-চাঁদের গুরু টেকচাঁদ এখন জীর্ণ কুঁড়েঘরে অভিশপ্ত জীবন অতিবাহিত করে চলেছেন।।
সম্বল কেবলমাত্র সরকারের দেওয়া মাসিক 600 টাকা পেনশন।। এভাবেই প্রতিদিন তিনি মৃত্যুর অপেক্ষা করে বেঁচে রয়েছেন।।
মধ্যপ্রদেশের সাগর জেলার বাসিন্দা টেকচাঁদের স্ত্রী গত হয়েছেন বহুদিন আগে,, নেই কোনো সন্তান-সন্ততি।।
দুবেলা দুমুঠো খাওয়ার জন্য পাড়া- প্রতিবেশীদের দুয়ারে দুয়ারে কড়া নেড়ে যান।। ভাগ্য সুপ্রসন্ন থাকলে খাবার জোটে,, নাহলে অনাহারে দিনের পর দিন কাটিয়ে দিতে বাধ্য হয়ে পড়েন।।
টেকচাঁদ এমন এক দেশের মানুষ,, যেখানে কেবলমাত্র একবার এক দিনের জন্য MLA-MP হলে,, জীবনভর পেনশন পাওয়া যায়।।
অথচ,, ইতিহাস সৃষ্টিকারী একজন খেলোয়াড় দুর্বিসহ জীবন যন্ত্রণা ভোগ করে চলেছেন।।
অত্যন্ত নিন্দনীয় ঘটনা।। গোটা দেশের জন্য এটা চূড়ান্ত অবমাননাকর।।
মধ্যপ্রদেশের সরকার আর বিরোধী MLA ও MLC নিজেদের ভাতা থেকে ৫০০ টাকা করে দিলেই মানুষের মতো বাঁচতে পারতেন এই জাতীয় খেলোয়াড় । পারেন না প্রতি মুহূর্তে লুটেরা না হয়ে কিছু সমাজে ফিরিয়ে দিতে আজকের রাজনৈতিকরা কিছু মাত্র বিবেক থাকলে এই ভাবে দেশের গর্বদের মরতে হয় না ।
Just see fe details from NCERT Books
State Wise MLA Salary in India 2020
The below table shows the monthly basic salaries of state MLAs in India. There is a vast variation in MLA salaries and allowances across state assemblies. It includes the highest salary package to the lowest salary package offered to state members of the legislative assembly (MLA). Also, you can view the total no. of MLA’s seats filled in each state along with their monthly salary.
State Name | Total No. of MLA’s | MLA Salary* Per Month |
Telangana (TS) | 119 | Rs. 2,50,000 |
Delhi | 70 | Rs. 2,10,000 |
Madhya Pradesh (MP) | 230 | Rs. 2,10,000 |
Arunachal Pradesh | 60 | Rs. 25,000 |
Assam | 126 | Rs. 60,000 |
Bihar | 243 | Rs. 1,65,000 |
Andhra Pradesh (AP) | 175 | Rs. 1,25,000 |
Chhattisgarh | 90 | Rs. 1,35,000 |
Goa | 40 | Rs. 1,00,000 |
Gujarat | 182 | Rs. 127,000 |
Haryana | 90 | Rs. 1,15,000 |
Himachal Pradesh | 68 | Rs. 1,25,000 |
Jammu & Kashmir | 87 | Rs. 1,60,000 |
Jharkhand | 81 | Rs. 1,51,000 |
Karnataka | 224 | Rs. 63,500 |
Kerala | 140 | Rs. 43,750 |
Maharashtra | 288 | Rs. 1,60,000 |
Manipur | 60 | Rs. 1,12,500 |
Meghalaya | 60 | Rs. 27,750 |
Mizoram | 40 | Rs. 65,000 |
Nagaland | 60 | Rs. 35,000 |
Odisha | 147 | Rs. 35,000 |
Punjab | 117 | Rs. 1,10,000 |
Rajasthan | 200 | Rs. 55,000 |
Sikkim | 32 | Rs. 52,000 |
Tamil Nadu | 234 | Rs. 1,13,000 |
West Bengal | 294 | Rs. 52,000 |
Tripura | 60 | Rs. 25,890 |
Uttarakhand | 70 | Rs. 35,000 |
Uttar Pradesh (UP) | 403 | Rs. 1,87,000 |
Puducherry | 30 | Rs.1,05,000 |
What are other facilities that benefited by MLAs in India?
The following are a few other facilities and allowances a member of legislative assembly political persons get along with the basic salary of MLA monthly.
Sitting Allowances/ Daily Allowances:
Besides basic salary, state MLA’s will get Rs.2000/- per day during the period of Assembly Sessions and Committee Meetings.
Medical Facilities:
Members of MLA’s family will also receive Medical Attendance and treatment in all Government hospitals, Dispensaries, and other Recognized Hospitals.
Travelling Allowance (TA) and Travel Facilities:
In case any state MLA participates in Parliament Session or meeting of a Parliamentary Committee with the official vehicle:
By Rail: One free non-transferable First class AC or Executive class of any train pass and one First class and one Second class fare.
By Air: One and one-fourth airfare of the airlines in which the member travels.
By Road: Rs. 16/- per km.
Mileage Allowance:
A Mileage Allowance for the purpose of traveling on official duty by his/her own car or by private vehicle Rs. 16/- per km.
Family Pension:
Family pension to the widow/widower of the Member shall be fixed at 50% of the amount of pension that the Ex-Member is allowed to withdraw at the time of his/her death subject to a minimum of Rs. 3000/- per month.
What benefits does MLA get after retirement?
Once you retired from the MLA position after 5 years of ruling, we will be benefited by Rs. 3000 per month in the form of a pension, along with Rs. 8000 as diesel expenditure as well as the advantage of free railway pass and medical facility lifelong.
Over the past 7 years, the average salary of MLAs has been raised by approximately 125% which is really worth mentioning here. Whereas the Delhi state assembly has increased the MLA salary by 450% and the salary of MLAs of Telangana state raised to 170%. So in short, we can say that the life of the person after becoming and retiring from the MLA position is secured for a lifetime.
Now you think!!
টেকচাঁদ এমন এক দেশের মানুষ,, যেখানে কেবলমাত্র একবার এক দিনের জন্য MLA-MP হলে,, জীবনভর পেনশন পাওয়া যায়।।
অথচ,, ইতিহাস সৃষ্টিকারী একজন খেলোয়াড় দুর্বিসহ জীবন যন্ত্রণা ভোগ করে চলেছেন।।
অত্যন্ত নিন্দনীয় ঘটনা।। গোটা দেশের জন্য এটা চূড়ান্ত অবমাননাকর।।
মধ্যপ্রদেশের সরকার আর বিরোধী MLA ও MLC নিজেদের ভাতা থেকে ৫০০ টাকা করে দিলেই মানুষের মতো বাঁচতে পারতেন এই জাতীয় খেলোয়াড় । পারেন না প্রতি মুহূর্তে লুটেরা না হয়ে কিছু সমাজে ফিরিয়ে দিতে আজকের রাজনৈতিকরা কিছু মাত্র বিবেক থাকলে এই ভাবে দেশের গর্বদের মরতে হয় না ।
মাননীয় প্রধানমন্ত্রী ও সকল রাজ্যের দেশদরদী মুখ্যমন্ত্রীদের কাছে আবেদন ১০০ টাকা করে আপনাদের ভাতা থেকে কি মাসে এমন মানুষদের দেয়া যায় না ? যাতে টেকচাঁদ বাবুর মতো দুঃস্থ্য মানুষদের কল্যাণ হয় আর আপনারাও যে দেশদরদী বাস্তবে প্রমান হয় ?