সাধারণ নির্বাচনের চতুর্থ পর্বের জন্য বিজ্ঞপ্তি জারি করেছে নির্বাচন কমিশন
By PIB Kolkata
কলকাতা, ১৮ এপ্রিল ২০২৪
নির্বাচন কমিশন আজ ২০২৪-এর সাধারণ নির্বাচনের চতুর্থ পর্বের জন্য বিজ্ঞপ্তি জারি করেছে। নির্বাচনের এই পর্বে ১৩ মে ২০২৪-এ পশ্চিমবঙ্গে ৮টি সংসদীয় ক্ষেত্রে নির্বাচন হবে। এই কেন্দ্রগুলি হল বহরমপুর (মুর্শিদাবাদ জেলা), কৃষ্ণনগর (নদীয়া জেলা), রানাঘাট (সংরক্ষিত, নদীয়া জেলা), বর্ধমান পূর্ব (সংরক্ষিত, বর্ধমান জেলা), বর্ধমান – দুর্গাপুর (দুটিই বর্ধমান জেলা), আসানসোল (বর্ধমান জেলা), বোলপুর (সংরক্ষিত, বীরভূম জেলা) এবং বীরভূম (বীরভূম জেলা)। পশ্চিমবঙ্গ ছাড়াও ওই তারিখে যে সব রাজ্যে নির্বাচন হবে সেগুলি হল – অন্ধ্রপ্রদেশ, বিহার, ঝাড়খন্ড, মধ্যপ্রদেশ, মহারাষ্ট্র, ওড়িশা, তেলঙ্গানা, উত্তরপ্রদেশ এবং জম্মু ও কাশ্মীর। সারা দেশে ৯৫টি সংসদীয় ক্ষেত্রে ১৩ মে ২০২৪ নির্বাচন হবে। এছাড়াও ওই দিনে দেশের ৭৬টি বিধানসভা কেন্দ্রেও ভোট নেওয়া হবে। বিজ্ঞপ্তি অনুযায়ী মনোনয়ন জমা দেওয়ার শেষ তারিখ ২৫ এপ্রিল ২০২৪ এবং মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ তারিখ ২৯ এপ্রিল ২০২৪। ২৬ এপ্রিল ২০২৪ মনোনয়নপত্রগুলি পরীক্ষা করে দেখা হবে।
নির্বাচন কমিশন ভোটদানের সময়ও নির্দিষ্ট করেছে। পশ্চিমবঙ্গে ১৩ মে ২০২৪-এ ভোটদান শুরু হবে সকাল ৭টায়, চলবে সন্ধ্যা ৬টা পর্যন্ত।