নদিয়া জেলা প্রশাসক ও শিল্পোদ্যোগপতিদের প্রথম প্রশাসনিক বৈঠকে সম্মাননা প্রদান করা হয় সাংবাদিক-কবি ফারুক আহমেদকে
শিল্পনগরী কল্যাণীতে, শিল্পের উন্নয়ন প্রসারে নদীয়া জেলা প্রশাসক ও শিল্পউদ্যোগপতিদের প্রথম প্রশাসনিক বৈঠক অনুষ্ঠানে সম্মাননা প্রদান করা হয় উদার আকাশ পত্রিকার সম্পাদক ও সাংবাদিক-কবি ফারুক আহমেদকে।
নদিয়া জেলার শিল্পের প্রাণভোমরা কল্যাণী মহকুমা। এই শিল্পতালুকের অর্থনীতির মূল ভিত্তি হল এই মহকুমার প্রশস্ত শিল্প এলাকা। এই শিল্পনগরী কল্যাণীতে শিল্পের উন্নয়ন প্রসারে শুক্রবার সন্ধ্যায় নদিয়া জেলা প্রশাসক ও শিল্পোদ্যোগীদের প্রথম প্রশাসনিক বৈঠক অনুষ্ঠিত হয়েছে কল্যাণীর অ্যাকোয়াটিক প্যালেসে। মুখ্যমন্ত্রীর শিল্প ভাবনার বাস্তবায়নে, কল্যাণী মহকুমা প্রশাসনের উদ্যোগে, কল্যাণী চেম্বার্স অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজ ও কল্যাণী ইন্ডাস্ট্রিয়াল এস্টেট এনট্রিপ্রেনুর্স অ্যাসোসিয়েশন-এর ব্যবস্থাপনায় এই প্রশাসনিক বৈঠকের মূল উদ্দেশ্য ছিল কীভাবে ক্ষুদ্র, মাঝারি ও বড় শিল্প প্রতিষ্ঠানগুলির সার্বিক উন্নতি হয় সে-বিষয়ে আলোকপাত করা। উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নদিয়া জেলাশাসক এস অরুণ প্রসাদ, আইএএস, কল্যাণী মহকুমা শাসক ড. অভিজিৎ সামন্ত, কুমার সানি রাজ, এসপি, রানাঘাট পিডি-সহ বিভিন্ন উচ্চপদস্থ প্রসাশনিক আধিকারিক। এছাড়াও উপস্থিত ছিলেন কল্যাণীর স্থানীয় বিভিন্ন নামী উদ্যোগপতিরা— টেগা, টিডিকে, এবি মৌরী, ইউনাইটেড ব্রিউয়ারিজ, বেঙ্গল সার্জিক্যাল-সহ প্রায় ২০টি ইন্ডাস্ট্রি, কল্যাণী ইন্ডাস্ট্রি অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট, FOSMI-এর চেয়ারম্যান. প্রত্যেককে সম্মানিত করা হয় শিল্প প্রসারের মহাকর্মযজ্ঞে শামিল হওয়ার জন্য। নদিয়া জেলাশাসক এস অরুণ প্রসাদ, আইএএস, উপস্থিত সমস্ত উদ্যোগপতিদের উদ্দেশ্যে জানান, ‘‘কল্যাণীর অর্থনীতি মূলত বিভিন্ন ক্ষমতার শিল্পের উপর নির্ভরশীল। জমি, শ্রম (দক্ষ এবং আধা-দক্ষ) এর মতো সমস্ত সম্পদের পাশাপাশি বিদ্যুৎ, জল সরবরাহ, নিষ্কাশনের মতো অবকাঠামোগত সুবিধা এবং কলকাতা মহানগরীর কাছাকাছি অবস্থিত হওয়ায় জন্য কল্যাণী শিল্প বিকাশের জন্য সেরা স্থানগুলির মধ্যে একটি হওয়ার প্রতিশ্রুতি রাখছে।’’
কল্যাণী শিল্পগুলি রাজ্য ও কেন্দ্রীয় সরকারের কাছ থেকে বিভিন্ন প্রণোদনা এবং ভরতুকি লাভ করে। বর্তমানে, শিল্প পরিস্থিতির উন্নতির জন্য ডব্লুবিআইডিসি (পশ্চিমবঙ্গ শিল্প উন্নয়ন কর্পোরেশন), ডিআইসি (জেলা শিল্প কেন্দ্র), ডব্লুবিএসআইডিসিএল (পশ্চিমবঙ্গ ক্ষুদ্র শিল্প উন্নয়ন নিগম লিমিটেড) এবং ডব্লুবিআইআইডিসি (পশ্চিমবঙ্গ শিল্প অবকাঠামো উন্নয়ন কর্পোরেশন) এর মতো সংস্থাগুলি কল্যাণীতে কাজ শুরু করেছে। এই মহকুমায় ৫টি ইন্ডাস্ট্রিয়াল পার্ক গড়ে উঠেছে, তাতে স্থান পেয়েছে প্রচুর ইন্ডাস্ট্রি— ১. ডব্লুবিএসআইডিসিএল-এর অধীনস্থ প্রায় ১৩৭টি ইন্ডাস্ট্রি, ডব্লুবিআইআইডিসি-এর অধীনস্থ প্রায় ৮১টি ইন্ডাস্ট্রি ও ইউডিএম-এর অধীনস্থ ৩টি ইন্ডাস্ট্রি। কল্যাণী মহকুমা শাসক ড. অভিজিৎ সামন্ত, সরকারের তরফ থেকে সমস্তরকম সহযোগিতার আশ্বাস দিয়েছেন বিশিষ্ট উদ্যোগপতিদের। শিল্প-বাণিজ্য বিষয়ক বিভিন্ন আলোচনার পরিশেষে, উপমহাশাসক সৌগত পাত্র জানিয়েছেন, ‘‘পরবর্তীক্ষেত্রে প্রশাসনিক স্তরে এইরকম বৈঠক আরও আয়োজন করা হবে ইন্ডাস্ট্রিগুলির সার্বিক উন্নতিসাধনে।’’