মহালয়ার মহা তর্পণ অনুষ্ঠান সুন্দরবনে

0
13
Mahalaya Tarpan at Sunderban
Mahalaya Tarpan at Sunderban

মহালয়ার মহা তর্পণ অনুষ্ঠান সুন্দরবনে

দক্ষিণ ২৪ পরগনার সুন্দরবন এলাকায় মহালয়ার ভোরে মহা তর্পণ অনুষ্ঠিত হলো কালনাগিনী নদিবক্ষে । মন্মথপুর প্রণব মন্দিরের পরিচালনায় স্বামী প্রণবানন্দ মাতৃ সুরক্ষা মঞ্চের উদ্যোগে গুন্ডাকাটা ত্রিমুখী নদীর সঙ্গমস্থলে তর্পণকে ঘিরে ছিল এলাকাবাসীর উৎসাহ।

স্থানীয় মহিলারা গুন্ডাকাটার শিবলিঙ্গ প্রদক্ষিণের পর পূর্বপুরুষের আত্মার শান্তির জন্য তর্পণ সম্পন্ন করেন। ভোর থেকে কালনাগিনী নদীর দুই তীরে মহিলাদের এই বিশেষ তর্পণ দেখতে সাধারণ মানুষের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো।

অনুষ্ঠান শেষে উপস্থিত সকলের জন্য প্রসাদের ব্যবস্থা করা হয়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here