নবরাত্রি উপলক্ষ্যে প্রধানমন্ত্রী সকলকে শুভেচ্ছা জানিয়েছেন
By PIB Kolkata
নতুন দিল্লি, ২২ সেপ্টেম্বর, ২০২৫
প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী নবরাত্রি উপলক্ষ্যে সকলকে শুভেচ্ছা জানিয়েছেন। তিনি বলেছেন, নবরাত্রির এই পবিত্র মুহুর্তটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। “জিএসটি-র সাশ্রয় উৎসবের সঙ্গে সঙ্গে স্বদেশী মন্ত্র এই সময়কালে নতুন শক্তিতে বলীয়ান হয়েছে। আসুন আমরা যৌথ উদ্যোগে উন্নত এবং আত্মনির্ভর ভারত গড়ার সংকল্প গ্রহণ করি।”
সামাজিক মাধ্যম এক্স-এ এক বার্তায় প্রধানমন্ত্রী বলেছেন :
“আপনাদের সকলকে নবরাত্রি উপলক্ষ্যে আন্তরিক শুভ কামনা জানাই। সাহস, সংযম এবং সংকল্প সহযোগে উৎসবের এই সময়কালে সকলের জীবন নতুন শক্তিতে ভরপুর হয়ে উঠুক, আত্মবিশ্বাস জেগে উঠুক সকলের মনে। জয় মাতা দী !
এবার নবরাত্রির এই পবিত্র সময় বিশেষভাবে গুরুত্বপূর্ণ। জিএসটি-র সাশ্রয় উৎসবের সঙ্গে সঙ্গে স্বদেশী মন্ত্র এই সময়কালে নতুন শক্তিতে বলীয়ান হয়েছে। আসুন আমরা যৌথ উদ্যোগে উন্নত এবং আত্মনির্ভর ভারত গড়ার সংকল্প গ্রহণ করি।”