Thousands join Trinamool rally against demonetisation in Kolkata
Thousands of people from all walks of life on Wednesday joined the rally organised by Trinamool Congress to protest against the hasty and arbitrary decision of the Prime Minister to demonetise high value notes that has caused untold misery to common people.
The rally started from College Square and ended at Dorina crossing and passed through Nirmal Chandra Street, Raja Subodh Mullick Square and SN Banerjee Road to reach the destination.
Senior Trinamool Congress leaders Firhad Hakim, Subrata Bakshi, Subrata Mukherjee, Amit Mitra, Sobhandeb Chatterjee and Sashi Panja led the march.
As the rally progressed, more and more common people including small traders, labourers, auto and rickshaw pullers joined the procession.
নোট বাতিল ইস্যুতে তৃণমূলের মিছিলে মানুষের ঢল
কেন্দ্রীয় সরকারের নোট বাতিল সিদ্ধান্তের প্রতিবাদে বুধবার একটি প্রতিবাদ মিছিলের আয়োজন করেছিল তৃণমূল কংগ্রেস। সর্বস্তরের হাজার হাজার সাধারণ মানুষ এদিন এই মিছিলে যোগদান করেন।
প্রতিবাদ মিছিলটি কলেজ স্কোয়ার থেকে শুরু হয়ে নির্মলচন্দ্র স্ট্রিট, রাজা সুবোধ মল্লিক স্কোয়ার এবং এস এন ব্যানার্জি রোড হয়ে শেষ হয় ডোরিনা ক্রসিং-এ।
বর্ষীয়ান তৃণমূল কংগ্রেস নেতা ফিরহাদ হাকিম, সুব্রত বক্সি, সুব্রত মুখার্জি, অমিত মিত্র, শোভনদেব চট্টোপাধ্যায় এবং শশী পাঁজা উপস্থিত ছিলেন এই প্রতিবাদ মিছিলে।
অনেক ক্ষুদ্র ব্যবসায়ী, শ্রমিক, কর্মচারী ও রিক্সাচালক সহ আরো বহু সাধারণ মানুষ এই মিছিলে যোগদান করেছিলেন।