Bengal Govt to launch ‘Gender Budgeting’
Bengal Government is soon going to launch ‘gender budgeting’. Speaking at seminar on condition of women in workplace, Dr Shashi Panja, the Minister for Women and Child Welfare, said that the government would soon launch ‘gender budgeting’.
Through this exercise the government would ascertain how many women are benefiting from various women-centric schemes, the number of female government employees, how much money is being spent on women welfare by various departments, among other things.
The data will help the government chart goals for the future and continue to work for the upliftment of women in society.
রাজ্যে চালু হতে চলেছে ‘জেন্ডার বাজেটিং’
রাজ্যে সরকারি চাকরি ও সরকারি প্রকল্প থেকে কত মহিলা উপকৃত হচ্ছেন তা জানতে উদ্যোগী হল রাজ্য সরকার। শনিবার একটি আলোচনাসভায় এই কথা জানান নারী ও শিশুকল্যাণ মন্ত্রী শশী পাঁজা।
তিনি বলেন, রাজ্যের বিভিন্ন দপ্তরে জেন্ডার বাজেটিং এর উদ্যোগ নেওয়া হয়েছে।
কি এই জেন্ডার বাজেটিং? কন্যাশ্রী, বিধবা ভাতা, সবুজ সাথী, স্বনির্ভর যোজনার মত নানা প্রকল্পে কত মহিলা উপকৃত এবং রাজ্যের সরকারি পরিকাঠামোয় কত মহিলা কাজ করছেন, তা জানতেই এই উদ্যোগ। নানা প্রকল্পের লক্ষ্যমাত্রা কতটা পূরণ হয়েছে এবং সেটি পূরণ করতে কি কি প্লানিং দরকার সেটি ঠিক করতে পারবে সরকার।