কফি হাউসের বইচিত্র সভাঘরে গুণীজনের উপস্থিতিতে ‘সংঘমিত্রা’ ১৪২৬ পত্রিকার আনুষ্ঠানিক প্রকাশ
সংবাদদাতা, কলকাতা:
২২শে সেপ্টেম্বর, রবিবার, কফি হাউসের বইচিত্র সভাঘরে অনেক গুণীজনের উপস্থিতিতে ‘সংঘমিত্রা’ (১৪২৬) পত্রিকার আনুষ্ঠানিক প্রকাশ হয়ে গেল । উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অধ্যাপক ড. গোরাচাঁদ মন্ডল। প্রধান অতিথির পদ অলংকৃত করেন কবি মন্দাক্রান্তা সেন। এছাড়াও বিশেষ অতিথি রূপে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কবি কৌশিক গুড়িয়া। অনুষ্ঠানে সঙ্গীত পরিবেশনা করেন বিশিষ্ট সঙ্গীতশিল্পী কল্লোল ঘোষাল। কবিতাপাঠ, আবৃত্তি ও বিশেষ আলোচনাচক্রে অনুষ্ঠান অন্যমাত্রা লাভ করে। অনুষ্ঠানে কবিতা পাঠ করেন কবি মন্দাক্রান্তা সেন। একুশ শতকের কবিতা চর্চা নিয়ে আলোচনা করেন কবি কৌশিক গুড়িয়া। সংস্কৃতি চর্চায় নগর ও মফঃস্বল নিয়ে হৃদয়গ্রাহী বক্তব্য রাখেন অনুষ্ঠানের সভাপতি। পত্রিকা সম্পাদক সৌরভ আহমেদ সাকিব জানান, শহর থেকে দূরে যাঁরা গ্রাম-গঞ্জে সাহিত্যচর্চা করেন ও বাংলা ভাষাকে ভালোবাসেন, ‘সংঘমিত্রা’ সেখানে তাঁদের নিজস্ব ঘর। তিনি এও জানান, অনেক সমস্যার ভিতর থেকেও এই পত্রিকা প্রকাশ করতে পেরে তিনি ও তাঁর সহযোগীরা খুব আনন্দিত। এভাবেই ভবিষ্যতে তাঁরা পত্রিকাকে এগিয়ে নিজে যেতে দৃঢ় প্রত্যয়ী।
‘সংঘমিত্রা’ মুর্শিদাবাদ জেলার ইসলামপুর থেকে প্রকাশিত হচ্ছে। পত্রিকাটি মফঃস্বল থেকে প্রকাশিত হলেও সুসম্পাদিত। পত্রিকার বিষয়বস্তু, ছাপা, বাঁধাই সর্বত্রই যত্নের ছাপ স্পষ্ট। পত্রিকার প্রবন্ধ সূচিতে যেমন হাসির মল্লিক, নিখিল কুমার সরকারের মত প্রতিষ্ঠিত লেখকরা রয়েছেন, তেমনি নতুনদের মধ্যে অনামিকা মন্ডল “বাঙালি নারী-সত্তার বিবর্তন” প্রবন্ধে তাঁর রচনাশৈলীর বিশিষ্টতার ছাপ রেখেছেন। গল্পসূচিতেও রয়েছে অভিজ্ঞতা ও তারুণ্যের মেলবন্ধন। অনুবাদ কবিতা সেগমেন্টে সুদীপ বন্দ্যোপাধ্যায়ের কিছু অসামান্য অনুবাদ কবিতা রয়েছে। কবিতা অংশে রয়েছেন বিশিষ্ট কবি ফারুক আহমেদ সহ বহু তরুণ কবির কবিতা; এঁদের মধ্যে অনেকেই হয়তো ভবিষ্যতে নিজেদের লেখনীর ছাপ রেখে যাবেন, সঙ্গে বাংলা কবিতার বাঁকবদলের সাক্ষী হয়ে থাকবেন। সঙ্গে রয়েছে রম্য রচনা এবং গ্রন্থ সমালোচনাও। প্রচ্ছদ ও অলংকরণের কাজ খুবই পরিপাটি। সব মিলিয়ে এটি সত্যিই একটি সুসম্পাদিত লিটিল ম্যাগাজিন।