শিশুদিবসে ভারতবাসীকে এসপি ১২৫ বিএসভিআই মোটরসাইকেল উপহার দিল হোণ্ডা
এম রাজশেখর (১৪ নভেম্বর ‘১৯):-শিশুদিবসে ভারতবাসীকে ‘এসপি ১২৫ বিএসভিআই’ মোটরসাইকেল উপহার দিল ‘হোণ্ডা মোটরসাইকেল এণ্ড স্কুটার ইণ্ডিয়া প্রাইভেট লিমিটেড’।
আজ দিল্লীতে এক অনুষ্ঠানের মাধ্যমে ‘বিএসভিআই’ গোত্রের প্রথম দ্বিচক্রযান রূপে দেশবাসীর সামনে ‘এসপি ১২৫ বিএসভিআই’ নিয়ে এলো ‘হোণ্ডা মোটরসাইকেল এণ্ড স্কুটার ইণ্ডিয়া প্রাইভেট লিমিটেড’।
লোকার্পণ সমারোহে অংশগ্রহণ করে সংস্থার অধ্যক্ষ, মুখ্য কার্যনির্বাহী আধিকারিক ও ব্যবস্থাপক নির্দেশক মিনোরু কাতো জানিয়েছেন, “নব প্রজন্মের তরুণদের চাহিদার কথা ভেবেই ‘এসপি ১২৫ বিএসভিআই’-এর নকশা করা হয়েছে।
১২৫ সিসি সেগমেন্ট-এর এই মোটরসাইকেল ‘ড্রাম’ ও ‘ডিস্ক’ বিভাগে পাওয়া যাবে।
৩ বছর স্বাভাবিক এবং প্রয়োজনে আরো অতিরিক্ত ৩ বছর মিলিয়ে মোট ৬ বছরের ওয়ারেন্টি পাওয়া যাবে এই মোটরসাইকেলে।
স্ট্রাইকিং গ্রীণ, ম্যাট এক্সিস গ্রে মেটালিক, ইম্পিরিয়াল রেড মেটালিক এবং পার্ল সাইরেন ব্লু এই চার রঙে উপলব্ধ হবে এই মোটরসাইকেল।”
অনুষ্ঠানে উপস্থিত সংস্থার বরিষ্ঠ সহাধ্যক্ষ (বিক্রয় ও বিপণন) ইয়াদবিন্দর সিং গুলেরিয়া সংবাদমাধ্যমকে জানিয়েছেন, “১৬ শতাংশ অতিরিক্ত মাইলেজ-এর আশ্বাস দেওয়া এই মোটরসাইকেল আজ থেকে দিল্লীতে ৭২,৯০০ (এক্স শো-রুম) টাকায় পাওয়া যাবে।”