দক্ষিণাকালী মায়ের ধ্যান, পুষ্পাঞ্জলি ও প্রণাম মন্ত্র

0
8566
Kali Puja At Dum Dum
Kali Puja At Dum Dum
0 0
Azadi Ka Amrit Mahoutsav

InterServer Web Hosting and VPS
Read Time:4 Minute, 33 Second

দক্ষিণাকালী মায়ের ধ্যান, পুষ্পাঞ্জলি ও প্রণাম মন্ত্র

হীরক মুখোপাধ্যায় (১৪ নভেম্বর ‘২০):- ভারতের শক্তিসাধকগণ আজ মহানিশায় শাক্তমতে দেবীর আরাধনা করবেন।আজ দুপুর ২ টো ১৩ মিনিটে শুরু হচ্ছে অমাবস্যা চলবে আগামীকাল সকাল ১০ টা ৩৬ মিনিট পর্যন্ত। স্বাভাবিকভাবেই আজ রাতেই হবে শক্তি উপাসনা।শাক্ত উপাসকরা বলে থাকেন বামাকালী অপেক্ষা দক্ষিণাকালী (যে কালীর ডান পা শিবের বুকে এগিয়ে থাকে) পুজো করাই গৃহীদের পক্ষে অধিক ফলদায়ী।অতিমারীর সময় অনেকেই বাইরে গিয়ে ভীড়ে দাঁড়িয়ে মায়ের পুষ্পাঞ্জলি দিতে অস্বস্তি বোধ করবেন, যদিও ভক্তবৃন্দ পুষ্পাঞ্জলি দেওয়ার সময় চারদিকের আওয়াজ বা পুরোহিতদের উচ্চারণ দোষে কতজন যে ঠিকমতো মন্ত্র শুনতে পান সেটাও লাখ টাকার প্রশ্ন। তার উপর কোরোনার আতঙ্কে অনেকে বাড়িতে পুরোহিত ডাকতেও দ্বিধাবোধ করছেন, এই রকম পরিস্থিতিতে পাঠকদের সুবিধার্থে আজ আপনাদের সামনে তুলে ধরছি দক্ষিণাকালী মায়ের ধ্যান, পুষ্পাঞ্জলি ও প্রণাম মন্ত্র।

দক্ষিণাকালীর ধ্যান মন্ত্র :-

“””””””””””””””””””””””””””””””””””””

ওঁ করালবদনাং ঘোরাং মুক্তকেশীং চতুর্ভুজাম্।কালিকাং দক্ষিণাং দিব্যাং মুণ্ডমালাবিভূষিতাম্।।সদ্যশ্ছিন্নশিরঃ-খড়্গ বামাধোর্দ্ধ করাম্বুজাম্।অভয়ং বরদঞ্চৈব দক্ষিণোর্দ্ধাধঃপাণিকাম্।।মহামেঘপ্রভাং শ্যামাং তথা চৈব দিগম্বরীম্।কণ্ঠাবসক্তমুণ্ডালী-গলদ্রুধির চর্চিতাম্।।কর্ণাবতংসতানীত-শবযুগ্ম-ভয়ানকম্।ঘোরদ্রংষ্ট্রাং করালাস্যাং পীনোন্নতপয়োধরাম্।।শবানাং করসংঘাতৈঃ কৃতকাঞ্চীং হসন্মুখীম্।সৃক্বদ্বয়-গলদ্রক্ত-ধারা-বিষ্ফুরিতাননাম্।।ঘোররাবাং মহারৌদ্রীং শ্মশানালয়বাসিনীম্।বালার্ক মণ্ডলাকার-লোচনত্রিতয়ান্বিতাম্।।দন্তুরাং দক্ষিণব্যাপি-লম্বমান কচোচ্চয়াম্।শবরূপ-মহাদেব-হৃদয়োপরিসংস্থিতাম্।।শিবাভির্ঘোররাবাভিশ্চতুর্দ্দিক্ষু সমান্বিতাম্।মহাকালেন চ সমং বিপরীত রতাতুরাম্।।সুখপ্রসন্নবদনাং স্মেরানন-সরোরুহাম্।এবং সঞ্চিন্তয়েৎ কালীং সর্ব্বকাম-সমৃদ্ধিদাম্।।প্রকারান্তর :-যাঁরা একাক্ষর বীজমন্ত্র ‘ক্রীং’ মন্ত্রে দীক্ষিত হয়েছেন, তাঁরা নিম্নবর্ণিত মন্ত্রে ধ্যান করবেন –ওঁ শবারূঢ়াং মহাভীমাং ঘোরদংষ্ট্রাং বরপ্রদাম্।হাস্যযুক্তাং ত্রিনেত্রাঞ্চ কপালকর্ত্তৃকাকরাম্।।মুক্তকেশীং লোলজিহ্বাং পিবন্তীং রুধিরং মুহুঃ।চতুর্ব্বাহু-সমাযুক্তাং বরাভয়করাং স্মরেৎ।

পুজোর মন্ত্র (সাধারণ) :-

“””””””””””””””””””””””””””””””””””

(ওঁ) দক্ষিণাকালিকায়ৈ নমঃ।পুষ্পাঞ্জলি মন্ত্র :-

“””””””””””””””””””””””””

ওঁ আয়ুর্দ্দেহি যশোদেহি ভাগ্যং ভগবতি দেহিমে।পুত্রান্ দেহি ধনংদেহি সর্ব্বান্ কামাংশ্চ দেহিমে।। দুর্গোত্তারাণি দুর্গে ত্বাং সর্ব্বাশুভ-নিবারিণি।ধর্ম্মার্থমোক্ষদে দেবি নিত্যং মে বরদা ভয়।। কালি কালি মহাকালি কালিকে পাপহারিণি।ধর্ম্মকামপ্রদে দেবি নারায়ণি নমোহস্তুতে।।

প্রণাম মন্ত্র :-“”””””””””””””””””

ওঁ সর্ব্বমঙ্গলমঙ্গল্যে শিবে সর্ব্বার্থসাধিকে।শরণ্যে ত্র্যম্বকে গৌরি নারায়ণি নমোহস্তুতে।।

ছবি : প্রতীকী

News Source : https://www.facebook.com/SpecialBulletin/

#Kalipuja#Shaktiaaradhana#Meditation_And_Salutation_Of_DakshinaKali#FlowerOfferings_Of_Dakshinakali#GoddessOfKali#Controller_Of_Time#Mahakali#Goddess_Of_Creation_Operation_UltimateDestruction#Happy_Dipawali

About Post Author

Editor Desk

Antara Tripathy M.Sc., B.Ed. by qualification and bring 15 years of media reporting experience.. Coverred many illustarted events like, G20, ICC,MCCI,British High Commission, Bangladesh etc. She took over from the founder Editor of IBG NEWS Suman Munshi (15/Mar/2012- 09/Aug/2018 and October 2020 to 13 June 2023).
Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
100 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %
Advertisements

USD