West Bengal Transport Corporation constituted

The integrated board of the three transport corporations has been named as the West Bengal Transport Corporation.
It may be recalled that an integrated board for Calcutta State Transport Corporation (CSTC), Calcutta Tramways Company (CTC) and West Bengal Surface Transport Corporation (WBSTC) was constituted to ensure better transport facility. The step was also taken to ensure that the losses incurred by the corporations could be reduced. The decision on integration of the three crucial transport corporations was taken on June 8.
The integrated board, with the new name, will also get its own logo and the transport department had approached Chief Minister Mamata Banerjee to draw a logo for the West Bengal Transport Corporation.
The West Bengal Chief Minister had drawn logos of several projects of the transport department earlier, including one that of the Gatidhara scheme. Rachpal Singh, the MLA from Tarakeswar, was made the chairman of the integrated board for CSTC, CTC and WBSTC. Entally MLA Swarnakamal Saha was appointed the vice-chairman of the board. Nayna Bandyapadhyay, MLA from Chowringhee Assembly constituency and Sujit Bose from Bidhannagar Assembly constituency were inducted as the two directors of the newly formed board.
গঠিত হল পশ্চিমবঙ্গ পরিবহণ নিগম
তিনটি পরিবহণ সংস্থার সংযুক্তীকরণ করা হল।নয়া সরকারি পরিবহণ সংস্থার নাম হল পশ্চিমবঙ্গ পরিবহণ নিগম।
কলকাতা রাষ্ট্রীয় পরিবহণ নিগম (সিএসটিসি), কলকাতা ট্রাম কোম্পানি (সিটিসি), পশ্চিমবঙ্গ ভূতল পরিবহণ নিগমের সংযুক্তিকরণের পর রাজ্য সরকার নতুন সংস্থার নামকরণের সিদ্ধান্ত নিল।
নতুন নিগমের নতুন লোগোও তৈরি হচ্ছে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বিশ্ব বাংলার লোগোকে সামনে রেখেই নয়া লোগো তৈরি করার জন্য পরিবহণমন্ত্রীকে নির্দেশ দিয়েছেন।
এই তিনটি নিগমকে এক করে চেয়ারম্যান পদে বসানো হয়েছে রচপাল সিংকে এবং ভাইস চেয়ারম্যান হলেন স্বর্ণকমল সাহা। এই ইন্টিগ্রেটেড বোর্ডের দুইজন পরিচালক হলেন চৌরঙ্গী বিধানসভার বিধায়ক নয়না বন্দ্যোপাধ্যায় এবং বিধাননগরের বিধায়ক সুজিত বসু। পরিবহণ দপ্তর সূত্রে জানা গেছে, একটাই পরিচালন পর্ষদ থাকবে। তার ফলে তিনটি নিগমের কর্মীরাই একসঙ্গে কাজ করবেন।