Bengal to undertake drive to achieve 100 per cent literacy
The state mass education department is going to undertake a literacy drive in the city in order to achieve 100 per cent literacy rate.
Around 12 lakh men and women have registered their names in the 9 districts where literacy rate is comparatively low. Among the total 12 lakh, around 11.27 lakh people have appeared in the examination, of which around 60 per cent are women.
The state government is planning to cover around 12 lakh people under the literacy drive within March next year.
Around 1,364 Lok Siksha Kendra was set up at 9 districts to spread awareness and make the programme a success.
The state government is giving an emphasis on a special literacy drive among the physically challenged and backward classes.
সাক্ষরতার হার ১০০ শতাংশ করার উদ্যোগ রাজ্য সরকারের
সাক্ষরতা হার ১০০ শতাংশ করার জন্য রাজ্য গণশিক্ষা বিভাগ উদ্যোগ নিতে চলেছে। আগামী বছর মার্চ মাসের রাজ্যের প্রায় ১২ লক্ষ মানুষকে সাক্ষর করে তোলার একটি পরিকল্পনা রয়েছে রাজ্য সরকারের।
নারী ও পুরুষ মিলিয়ে প্রায় ১২ লক্ষ লোক ৯ টি জেলায় (যেখানে শিক্ষার হার তুলনামূলকভাবে কম) তাদের নাম নথিভুক্ত করেছেন। মোট ১২ লাখের মধ্যে প্রায় ১১.২৭ লক্ষ মানুষ পরীক্ষায় বসেছেন যার মধ্যে ৬০ শতাংশ মহিলা।
এই পরিকল্পনাকে সফল করতে ও মানুষকে এব্যাপারে আরও সচেতন করতে ৯ টি জেলায় মোট ১,৩৬৪ টি লোক শিক্ষা কেন্দ্র তৈরি করা হয়েছে।
রাজ্য সরকার প্রতিবন্ধী ও অনগ্রসর শ্রেণীর ওপরও বিশেষভাবে জোর দিচ্ছে।