Bengal CM to distribute land deeds and cheques among farmers on Singur Diwas
Bengal Chief Minister Mamata Banerjee addressed a press conference at Nabanna today, ahead of the Singur Diwas rally on Wednesday.
In its judgement, the Supreme Court had ordered that the land in Singur, which was with the Tatas, be returned to the original owners. In accordance with that, over the last few days, the State Government has been working on a war footing to complete the land survey to identify which portion belongs to whom, and return them in good time.
During the press conference, Chief Minister Mamata Banerjee said that survey work on 620 acres, which is around one-third of the total area to be surveyed, would be completed bytomorrow. She added that on Wednesday, 800 people will be given out cheques in accordance with their land holdings and 9,117 people would be given out land deeds, from the venue of the meeting.
The Chief Minister said that the land parcels to be returned comprise prime agricultural land, and they would be used for the purpose of farming.
There has been substantial progress in the land survey work during the last 10 days, and all the work would be completed soon.
সিঙ্গুর দিবসে কৃষকদের হাতে চেক ও জমির দলিল তুলে দেবেন মুখ্যমন্ত্রী
আজ সিঙ্গুর নিয়ে নবান্নে উচ্চ পর্যায়ের বৈঠকের করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বৈঠক শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন, “১০ দিনে সিঙ্গুরে জমি সমীক্ষার কাজ ভাল হয়েছে। আগামীকাল ৬২০ একর জমি চিহ্নিতকরণ ও সমীক্ষার কাজ শেষ হব। সুপ্রিম কোর্টের রায় মেনেই কাজ করা হচ্ছে। সন্তোষজনক কাজ হয়েছে”।
আগামী ১৪ সেপ্টেম্বর সিঙ্গুরে সমাবেশ করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
তিনি জানান, “আগামী ১৪ তারিখ ৮০০ জন কৃষককে ক্ষতিপূরণের চেক দেওয়া হবে এবং ৯১১৭ জনকে জমির দলিল আর পড়চা দেওয়া হবে”।
জমি যতদিন না চাষের উপযোগী হচ্ছে ততদিন সিঙ্গুরের অনিচ্ছুক চাষিদের ২ হাজার টাকা করে অনুদান দেওয়া হবে।জমি চাষযোগ্য করতে বেশ কিছু প্যাকেজ দেবে রাজ্য সরকার।