Bengal Govt making all efforts to bring down vegetable prices before Puja

State Agriculture Marketing Minister has instructed cold storage owners to sell off whatever they are storing by November in a measure to rein in prices of potatoes, onions and vegetables.
The Minister said that this will automatically cool the prices in the next few days.
According to the Minister, there are 544 cold storages across the state and in every cold storage officers will give surprise visits to take stock of the situation. At the same time, they will also visit the markets to get details of the retail price.
পুজোর আগেই খাদ্যদ্রব্য মূল্য নিয়ন্ত্রণে তৎপর রাজ্য সরকার
রাজ্য কৃষি বিপণন মন্ত্রী সমস্ত হিমঘরের মালিকদের নির্দেশ দিয়েছেন আগামী নভেম্বর মাসের মধ্যে তাদের হিমঘরে মজুত রাখা সব খাদ্যদ্রব্য বাজারে বিক্রি করতে হবে, যাতে আলু, পেঁয়াজ ও অন্যান্য শাকসবজির দাম নিয়ন্ত্রণে আসে।
মন্ত্রী জানান, এই পদক্ষেপের ফলে কয়েকদিনের মধ্যেই শাকসবজির দাম কিছুটা নিয়ন্ত্রণে আসবে।
মন্ত্রীর কথা অনুযায়ী এই মুহূর্তে রাজ্যে ৫৪৪টি হিমঘর আছে, যাতে সংশ্লিষ্ট আধিকারিকরা মাঝে মাঝেই ‘সারপ্রাইজ ভিসিটে’ যাবেন। সেই সঙ্গে তারা বাজারে গিয়েও মূল্যবৃদ্ধির খোঁজ নেবেন।