Bengal won’t accept bypassing of finance dept in distribution of MGNREGA: Dr Amit Mitra

0
1600
Amit Mitra
Amit Mitra
0 0
Azadi Ka Amrit Mahoutsav

InterServer Web Hosting and VPS
Read Time:4 Minute, 28 Second

Bengal won’t accept bypassing of finance dept in distribution of MGNREGA: Dr Amit Mitra

Bengal won’t accept bypassing of finance dept in distribution of MGNREGA: Dr Amit Mitra

Stating that the Centre was trying to undermine the federal structure of the country, the West Bengal Government today said they will not accept the decision to bypass the state finance department in sending funds for MGNREGA scheme.

“Earlier, the money for 100 days work would come to the state finance department from where we used to distribute it to other departments. Now they are starting a ‘Tughlaqi-system’ where they are trying to avoid the finance department,” State Finance Minister Dr Amit Mitra told newspersons here.

A meeting of different departments called by Bengal Chief Minister Mamata Banerjee decided that they would write a strong protest letter to the Centre in this regard. “It is a step against federalism and autonomy of the state. It is as if they do not trust the states. It is against the legislative process and undermines the federal structure,” the State Finance Minister said hoping the Centre and other states would understand the issue.

Dr Mitra said now the Centre was trying to send money directly to beneficiaries. State Education Minister Partha Chatterjee said they were not going to accept the decision which “undermines the jurisdiction of the state.” He alleged that the Centre had shown a tendency to keep the state government in the dark on such decisions. Dr Mitra said they discussed how to start economic reforms without affecting the common man at a special meeting, where secretaries of various departments were also present. “We want a win-win situation where reforms will not hamper the lives of common people,” he added.

 

 

একশো দিনের প্রকল্পে রাজ্যকে এড়িয়ে টাকা দেওয়া মেনে নেওয়া হবে নাঃ অর্থমন্ত্রী

একশো দিনের প্রকল্পে মজুরির টাকা সরাসরি কর্মীদের ব্যাঙ্ক অ্যাকাউণ্টে পাঠানোর কেন্দ্রীয় সিদ্ধান্তের বিরুদ্ধে প্রতিবাদ জানাল রাজ্য৷ কেন্দ্র রাজ্যের যুক্তরাষ্ট্রীয় কাঠামোয় হস্তক্ষেপ করছে যা রাজ্য কখনোই মেনে নেবে না।

অর্থমন্ত্রী সাংবাদিকদের জানান, “আগে একশো দিনের প্রকল্পের টাকা সরাসরি রাজ্যের অর্থ দফতরে আসত৷ সেখান থেকে পঞ্চায়েত ও সংশ্লিষ্ট দফতর মারফত কর্মীদের ব্যাঙ্কের অ্যাকাউণ্টে টাকা চলে যেত৷ কয়েকদিন আগে কেন্দ্র এক নির্দেশে সব রাজ্যকেই জানায়, একশো দিনের প্রকল্পের টাকা আর রাজ্যের অর্থ দফতরে জমা দেওয়া হবে না৷ অর্থাৎ এভাবে রাজ্যের অধিকার কেড়ে নেওয়া হচ্ছে৷”।

মাননীয়া মুখ্যমন্ত্রী এদিন বিভিন্ন দপ্তরের মন্ত্রীদের নিয়ে একটি বৈঠক করেন, যুক্তরাষ্ট্রীয় কাঠামোয় হস্তক্ষেপের প্রতিবাদে কেন্দ্রকে চিঠি দেওয়ার সিদ্ধান্ত নেন মুখ্যমন্ত্রী। এটা যুক্তরাষ্ট্রীয় কাঠামোয় এবং রাজ্যের স্বায়ত্তশাসন বিরুদ্ধ একটি পদক্ষেপ। অর্থ দফতরের মাধ্যমে টাকা পাঠানোই নিয়ম৷ সেটা না হওয়া মানে বিধানসভাকেও অবমাননা করা।

অমিত মিত্র জানান, কেন্দ্র এখন সরাসরি কর্মীদের টাকা পাঠানোর চেষ্টা করছে। রাজ্যের শিক্ষা ও পরিষদীয় মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় বলেছেন, এই সিদ্ধান্ত যুক্তরাষ্ট্রীয় কাঠামোয় আঘাত৷ অগণতান্ত্রিক ও অসাংবিধানিক সিদ্ধান্ত৷ যতদূর সম্ভব প্রতিবাদ করা হবে৷ তিনি আরও বলেন কেন্দ্রের এই সিদ্ধান্ত রাজ্যকে ক্রমশ অন্ধকারে ঠেলে দেবে।

ডঃ মিত্র জানান, “কীভাবে অর্থনৈতিক সংস্কার করা যায়, যাতে সাধারণ মানুষের মধ্যে আঘাত না আসে, সে ব্যাপারে বৈঠকে আলোচনা হয়েছে৷  কেন্দ্র থেকে একটি পদক্ষেপের চেষ্টা করা হচ্ছে, যা অত্যন্ত ক্ষতিকর৷ যুক্তরাষ্ট্রীয় কাঠামোর বিরুদ্ধে আঘাত৷ রাজ্যের স্বায়ত্ত ব্যবস্থার বিরুদ্ধে৷”

About Post Author

Editor Desk

Antara Tripathy M.Sc., B.Ed. by qualification and bring 15 years of media reporting experience.. Coverred many illustarted events like, G20, ICC,MCCI,British High Commission, Bangladesh etc. She took over from the founder Editor of IBG NEWS Suman Munshi (15/Mar/2012- 09/Aug/2018 and October 2020 to 13 June 2023).
Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %
Advertisements

USD