Festivals display colours of humanity, culture and civilization: Mamata Banerjee
Bengal Chief Minister Mamata Banerjee on Wednesday sent out a message to all to maintain communal harmony especially during the festive days of Deepavali and Kali Puja. She was inaugurating Kali Puja across the city in the evening.
The Chief Minister said that one should keep in mind that Deepavali is the festival of lights that belong to culture. This is not the light that evolves when people are playing with fire, she reminded.
The Chief Minister reiterated that festivals cannot belong to a single religious community, nor does it have any colour of difference. A festival belongs to all, she said. A festival unites everyone, she said.
Incidentally, a few days back, the Chief Minister, during a press conference at Nabanna, had sent a message to the people of the State to counter divisive forces that are spreading seeds of discord to breach communal harmony in the State.
উ९সব মানবিকতা, সভ্যতা ও সংস্কৃতির রঙঃ মুখ্যমন্ত্রী
মঙ্গলবার কালীপুজোর উদ্বোধন মঞ্চ থেকে সম্প্রীতির বার্তা দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বুধবার থেকেই তিনি উদ্বোধন শুরু করেছেন।
মুখ্যমন্ত্রী বলেন, দীপাবলি আলোর উ९সব। এই আলো মনের আলো, সংস্কৃতির আলো। এই আলো আগুন নিয়ে খেলা করার আলো নয়।
মুখ্যমন্ত্রী আরও বলেন, “যে উ९সব কোন নির্দিষ্ট ধর্মের নয়, নির্দিষ্ট কোন রঙেরও নয়। উ९সবের অনেক রঙ আছে। এর মাধ্যমে সমাজের সর্বস্তরের সবধর্মের মানুষকে সামিল হয়। উ९সব সবাইকে মিলিত করে, এটি জীবনের উ९সব।বাংলা হচ্ছে সব ধর্মের মিলনের স্থান।”
উল্লেখ্য, কয়েক দিন আগেই নবান্নে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে মুখ্যমন্ত্রী বলেন, কেউ সাম্প্রদায়িক সম্প্রীতি লঙ্ঘন করতে চাইলে রাজ্য তা মোকাবিলা করতে প্রস্তুত।