Bengal CM protests against Centre’s attempt to bypass federal structure

0
1355
Mamata
Mamata
0 0
Azadi Ka Amrit Mahoutsav

InterServer Web Hosting and VPS
Read Time:3 Minute, 22 Second

Bengal CM protests against Centre’s attempt to bypass federal structure

Bengal CM protests against Centre’s attempt to bypass federal structure

Bengal Chief Minister Mamata Banerjee has written a letter to the Prime Minister protesting against the Government’s decision to transfer the funds for the 100 Day’s Work Scheme, bypassing the State administration.
Copies of the letter have been sent to the non-BJP State Governments which are opposed to the Centre.

The Centre’s decision to deposit the wages under the 100-days work scheme directly to the beneficiaries’ bank accounts bypassing the State Government is perceived to be an unwarranted encroachment on the States’ rights and is violative of the federal spirit of the Constitution. This has been strongly resented by Chief Minister Mamata Banerjee.

The Chief Minister criticised the Centre for unwanted inference in different State matters. She said that the Centre is doing video-conferences with State Chief Secretaries bypassing the Chief Minister. There should be a protest against such practices, she said on Friday after sending the letter of protest.

 

 

যুক্তরাষ্ট্রীয় কাঠামোয় হস্তক্ষেপের প্রতিবাদে কেন্দ্রকে চিঠি দিলেন মুখ্যমন্ত্রী

১০০ দিনের কাজ-সহ বিভিন্ন কেন্দ্রীয় প্রকল্পে রাজ্যকে এড়িয়ে যাওয়ার প্রতিবাদে এবার প্রধানমন্ত্রীকে চিঠি দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ চিঠিতে মুখ্যমন্ত্রী বলেছেন, গণতন্ত্রে রাজ্যের ভূমিকা বৃহত্তর৷ তা কখনোই এড়িয়ে যাওয়া যায় না৷

কেন্দ্রের পাঠানো টাকা রাজ্য বাজেটের মাধ্যমে খরচের. পক্ষে সওয়াল করেছেন মুখ্যমন্ত্রী৷ সরাসরি উপভোক্তাদের অ্যাকাউন্টে টাকা পাঠানো গণতন্ত্রের উপর আক্রমণ বলে মনে করেন মমতা৷ কেন্দ্রীয় সরকারের সিদ্ধান্তের প্রতিবাদে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে পাঠানো চিঠির প্রতিলিপি সমস্ত অ-বিজেপি মুখ্যমন্ত্রীকে পাঠানো হয়েছে৷

রাজনৈতিক মহলের মতে, কেন্দ্রের বঞ্চনার বিরুদ্ধে মমতা যে লড়াইয়ে নামতে চলেছেন সেই বার্তা আরও স্পষ্ট হল৷ অ-বিজেপি দলগুলিকে নিয়ে তিনি ইতিমধ্যে কেন্দ্রের বিরুদ্ধে লড়াইয়ের বার্তা দিয়েছেন৷ বিভিন্ন ইস্যুতে বিজেপি বিরোধী দলগুলিকে ঐক্যবদ্ধ হওয়ার ডাক দিয়েছেন মমতা৷

কয়েকদিন আগেই নবান্নে সাংবাদিক সম্মেলন করে কেন্দ্রীয় সরকারের নীতির বিরুদ্ধে সরব হয়েছিলেন মমতা৷ উল্লেখ্য, কেন্দ্র সম্প্রতি সিদ্ধান্ত নিয়েছে, একশো দিনের কাজ-সহ বিভিন্ন প্রকল্পে রাজ্য আর টাকা পাবে না৷ তা সরাসরি উপভোক্তাদের কাছে চলে যাবে৷ তা নিয়ে দিল্লিতে গিয়ে সরব হয়েছেন রাজ্যের অর্থমন্ত্রী অমিত মিত্র৷ এবার প্রধানমন্ত্রীকে চিঠি পাঠিয়ে প্রতিবাদ জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

About Post Author

Editor Desk

Antara Tripathy M.Sc., B.Ed. by qualification and bring 15 years of media reporting experience.. Coverred many illustarted events like, G20, ICC,MCCI,British High Commission, Bangladesh etc. She took over from the founder Editor of IBG NEWS Suman Munshi (15/Mar/2012- 09/Aug/2018 and October 2020 to 13 June 2023).
Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %
Advertisements

USD