Eco Park’s Japanese Garden to open in the last week of December
The Japanese Garden at Eco Park will be opened in the last week of December.
An expert from Japan will visit the park in the third week of December to oversee the final touches that are being given. The Japanese Garden will be the only one of its kind garden in the state.
Eco Park renamed as Prakriti Tirtha by Chief Minister Mamata Banerjee is the most sought after tourist destination of Kolkata in New Town. The footfall of visitors has been more than 53 lakh since its inception, four years ago.
The statues of Buddha brought from Suruchi Sanga and Chetla Agrani will be displayed to decorate the garden which will come up on 3.5 acre of land. It may be recalled that Chief Minister Mamata Banerjee had asked the chairman of Housing Infrastructure Development Corporation’s (HIDCO) chairman Debashis Sen to select a place and display the pieces of art permanently during the great immersion carnival held in October on Red Road.
Work is going on a war footing to give the Japanese garden the final shape. There will be statues of laughing Buddha to welcome the visitors. There will be a three layer pagoda along with a monastery, drawing inspiration from the Ryonji monastery. There will also be a meditation room. To entertain the visitors, there will be a restaurant where Japanese food would be served. It will be run by Café Ekante, a star attraction of Eco Park which has been lauded by the foodies of the city because of its high quality. Talks are on with a chef who is an expert in Japanese food. There will lanterns and lights to give the area the look of mini Japan.
The Eco Park which stands on 480 acre of land with a 104 acre of water body surrounding it was inaugurated by Mamata Banerjee on December 29, 2012. It is divided into three broad areas- ecological zone comprising wetlands, grassland and urban forest, theme garden and open space and urban recreation spaces.
There is a famous toy train of Darjeeling and a replica of Ghoom railway station. The different gardens have attracted the visitors as well as the urban recreation spaces where people can cycle and walk. The houseboat restaurant and Café Ekante also renamed by the Chief Minister have become immensely popular. The USP of Eco Park is cleanliness. People are fined Rs 100 if they throw garbage in the open.
ডিসেম্বর মাসের শেষ সপ্তাহে ইকো পার্কের জাপানি উদ্যানের উদ্বোধন হতে চলেছে
ডিসেম্বর মাসের শেষ সপ্তাহে ইকো পার্কের জাপানি উদ্যানের উদ্বোধন হতে চলেছে। ডিসেম্বর মাসের তৃতীয় সপ্তাহে জাপান থেকে এক বিশেষজ্ঞ দল ইকো পার্ক পরিদর্শন করতে আসবেন শেষ মুহূর্তে সব কিছু পরীক্ষা করতে। এই ধরনের উদ্যান এই দেশে একেবারেই প্রথম।কলকাতার সব পর্যটন কেন্দ্রের মধ্যে এই মুহূর্তে জনপ্রিয়তম হল ইকো পার্ক যা মুখ্যমন্ত্রী নতুন নামকরন করেছেন প্রকৃতি তীর্থ হিসেবে। মাত্র চার বছরে এখানে ৫৩ লাখেরও বেশি মানুষের সমাগম হয়েছে।
সুরুচি সঙ্ঘ ও চেতলা অগ্রণী থেকে সংগ্রহ করা বুদ্ধমূর্তি দিয়ে সাজিয়ে সাড়ে তিন একরের ওপর গড়ে উঠতে চলা এই উদ্যানের সৌন্দর্য বৃদ্ধি করা হবে। প্রসঙ্গত উল্লেক্ষ্য অক্টোবর মাসের রেড রোডের দুর্গা পুজোর বিসর্জন যাত্রা থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় হিডকোর চেয়ারম্যানকে নির্দেশ দিয়েছিলেন শিল্পকলার নিদর্শনগুলোকে পাকাপাকিভাবে সংরক্ষণ করা হোক ও সেগুলো জনগনের দেখার সুযোগ করে দেওয়া।
যুদ্ধকালীন তৎপরতায় উদ্যানটি তৈরির কাজ শেষ করা হচ্ছে। লাফিং বুদ্ধর মূর্তি দ্বারা পর্যটকদের স্বাগত জানানো হবে। একটি মনেস্ত্রি সহ ত্রিস্তরীও প্যাগোডা থাকবে যা রিওঞ্জি মনেস্ত্রির আদলে তৈরি। অখানে একটি ধ্যান কক্ষ থাকবে, জাপানি খাবার পাওয়া যাবে এমন একটি রেস্টুরেন্টও থাকবে। এই রেস্টুরেন্টটির পরিচালনা করবে ক্যাফে একান্তে, যারা এই শহরের ভোজনরসিকদের কাছে খুবই জনপ্রিয়তা অর্জন করেছে। একজন জাপানি রাধুনির সঙ্গে কথাবার্তা চলছে। জায়গাটি ছোট ছোট লন্ঠন ও আলো দ্বারা সাজানো হবে জাপানের মত পরিবেশ তৈরি করতে।
ইকো পার্ক যা ৪৮০ একর জমির ওপর তৈরি যার মধ্যে ১০৪ একর জলাশয়, মুখ্যমন্ত্রী ২৯সে ডিসেম্বর ২০১২ সালে উদ্বোধন করেন। পুরো অঞ্চলটি তিন ভাগে বিভক্ত – বাস্তুসংস্থান সংক্রান্ত, থিম উদ্যান ও বিনোদনের জন্য একটি ভাগ রাখা হয়েছে।
এখানে দার্জিলিঙের বিখ্যাত টয় ট্রেন ও ঘুম স্টেশনের প্রতিকৃতিও তৈরি করা হবে। এখানকার বিভিন্ন উদ্যান পর্যটকদের আকর্ষণ করেছে ও সাইকেল চালানোর স্থানটিও। হাউসবোট রেস্টুরেন্টটি ও ক্যাফে একান্তে যেগুলোর পুনঃনামকরন মুখ্যমন্ত্রী করেন, খুবই জনপ্রিয় হয়ে উঠেছে। ইকো পার্কের মুখ্য আকর্ষণ হল পরিচ্ছন্নতা, কেউ ওখানে নোংরা ফেললে তাকে ১০০ টাকা জরিমানা দিতে হয়।
Antara Tripathy M.Sc., B.Ed. by qualification and bring 15 years of media reporting experience.. Coverred many illustarted events like, G20, ICC,MCCI,British High Commission, Bangladesh etc.
She took over from the founder Editor of IBG NEWS Suman Munshi (15/Mar/2012- 09/Aug/2018 and October 2020 to 13 June 2023).